টাইটানিকের গান গাইলেন হিরো আলম, ‘গানের অকালে মৃত্যু ঘটল’ হেসে কুটোপাটি নেটপাড়া
বাংলাদেশের হিরো আলম সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন নিত্য নতুন চমক। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তিনি গেয়ে ফেলেছিলেন অন্যতম জনপ্রিয় ইংরেজি রোম্যান্টিক গান ‘Every Night In My Dream’। ‘টাইটানিক’ সিনেমার এই গান কালজয়ী। প্রায় সকলেরই প্রিয়। তবে হিরো আলমের গলায় গান শুনে সকলেরই চক্ষুস্থির।
এই প্রথম নয়, এর আগেও ‘পুষ্পা’র গান গাইতে শোনা গিয়েছে তাঁকে। ‘মানিকে মাগে হিথে’ গেয়েও সকলকে এভাবেই হাসিয়েছিলেন তিনি। আসলে বাংলাদেশের এই কনটেন্ট ক্রিয়েটর যখনই কোনও ভিডিয়ো দেন, খিল্লি করতে বসে পড়ে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ। তাঁর পোশাক থেকে শুরু করে হাঁটা-বলা সবই মজার বিষয় হয়ে দাঁড়ায়। বানানো হয় ট্রোল কনটেন্ট।
‘এই গানের মৃত্যুতে আমরা সবাই শোকাহত’, ‘অবশেষে ইংরেজি উচ্চারণ শিখতে পারলাম শুধু মাত্র হিরু ভাইয়ের জন্য। ধন্যবাদ হিরো আলম।’, ‘বিনোদনের জন্য হিরো আলম প্রথম’, ‘মানুষ ডিপ্রেশনে থাকলেও এতো সুইসাইড করবে না, যতোটা সুইসাইড করবে এই হিরো আলমের অত্যাচারে’-র মতো নানা মজার কমেন্ট পড়েছে ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে।
নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম সকলকে। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গেয়েছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’
গানের ভিডিয়োতে হিরো আলমের সাথে দেখা গেল তাঁর বউ নুসরত জাহান সুমিকে।
For all the latest entertainment News Click Here