টাইগার ৩-র ট্রেলারে পাঠানের উপস্থিতি? শাহরুখের স্মরণাপন্ন ভাইজান! দাবি ভক্তদের
২০১২ সালে মুক্তি পেয়েছিল এক থা টাইগার। কবীর খানের পরিচালনায়, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সূচনা হয়েছিল এই ছবির সঙ্গে। এরপর ধীরে ধীরে একের পর এক এজেন্ট যুক্ত হতে থেকেছেন। কিন্তু টাইগারের ‘জলওয়া’ অটুট। ৯ বছরে পর টাইগার সিরিজের ৩ নম্বর ছবি নিয়ে রুপোলি পর্দায় ফিরছেন সলমন। সোমবার প্রকাশ্যে এসেছে ছবির অ্যাকশন-প্যাক ট্রেলার।
ছবির ট্রেলারে দেখা গেল সলমন অতীতের এক শক্রু ফিরে এসেছে। সেই ভিলেনের চরিত্রে ইমরান হাশমি। টাইগার যেমন তাঁর কাছ থেকে তাঁর স্ত্রী-সন্তানকে ছিনিয়ে নিয়েছে (সংলাপে দাবি এমনটাই) এবার সেও টাইগারকে সর্বহারা করে ছাড়বে। যশরাজ স্পাই ইউনিভার্সের সবচেয়ে পুরোনো খিলাড়ি তিনি, তবে এবার মহা সংকটে টাইগার। একে তার উপর দেশদ্রোহের অভিযোগ, উপরোন্তু পরিবার আর দেশ, দুইয়ের মধ্যে একটা বেছে নেওয়ার কঠিন শর্ত। কীভাবে দু-কূল রক্ষা করবেন তিনি? সেই নিয়েই এগোবে মণীশ শর্মার টাইগার ৩। এর আগে ইমরান হাশমিকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে ‘সেলফি’তে।
সলমন বনাম ইমরান লড়াইয়ের মাঝেই সবার চোখ খুঁজল একজনকে, শাহরুখ খান। ‘পাঠান’ ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছিল টাইগারের, পাঠানকে মৃত্যুমুখ থেকে রক্ষা করতে ছুটে এসেছিল টাইগার। এবার পাঠানের পালা বন্ধুকে সাহায্য করবার। ছবির ট্রেলারে পাঠানের ঝলক দেখা যায়নি ঠিকই,তবে ফোন টাইগারকে বলতে শোনা গিয়েছে, ‘একটা মিশনের জন্য আমার তোকে দরকার, বিষয়টা ব্যক্তিগত’।
অনুরাগীদের ধারণা টাইগার ফোনে পাঠানের কাছেই সাহায্য চাইছিল। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিয়ো ক্লিপিংস।
সূত্রের খবর টাইগার ৩-তে শাহরুখের ক্যামিও চরিত্রের জন্য জলের মতো পয়সা খরচ করেছে যশ রাজ ফিল্মস। দুই তারকার ক্যারিশ্মা ফুটিয়ে তুলতে যে সেট তৈরি করা হয়েছিল তারই খরচ ৩৫ কোটি টাকা। অর্থাৎ পাঠান-এর এন্ট্রি সিনে দু-হাতে টাকা খরচ করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এই দুই স্পাই চরিত্রকে আগামী বছর যশরাজ ফিল্মসের ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে দেখা যাবে। তারই আগাম ঝলক দেখা যাবে টাইগার ৩-তে।
টাইগার ৩-তে অ্যাকশন মুডে পাওয়া গিয়েছে ‘জোয়া’ ক্যাটরিনা কাইফকেও। তোয়ালে জড়িয়ে ক্যাটরিনার ফাইট সিকুয়েন্স নিয়ে চর্চা সর্বত্র। দিওয়ালিতে অর্থাৎ ১২ নভেম্বর মুক্তি পাব এই ছবি। চিরাচরিত রীতি মেনে শুক্রবার নয়, রবিরার মুক্তি পাবে গান।
For all the latest entertainment News Click Here