টাইগারদের প্রয়োজন ২৭৪, দিনের শেষে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে মুশফিকরা
শুভব্রত মুখার্জি: বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে গিয়ে কিউয়িভূমে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগার বাহিনী। তাও শাকিব আল হাসানের অনুপস্থিতিতে। ডারবানেও ফের ইতিহাস গড়ার হাতছানি রয়েছে বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দলের সামনে। তবে সেই পথটা একেবারেই মসৃণ হবে না তা বলাই বাহুল্য। ২৭৪ রান করতে পারলেই প্রোটিয়াভূমে প্রথম টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়তে পারেন। তবে দিনের শেষবেলাতে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে উল্টে চাপে পড়ে গিয়েছে টাইগাররা।
ডারবান টেস্টে ২৭৪ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৯ রান করা সাদমান শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরেছেন। তামিম ইকবালের অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে পারলেন না সাদমান। দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে অনবদ্য শতরান করা মাহমুদুল হাসান জয়ও আজ ভাল কিছু করতে পারেননি। কেশব মহারাজের বলে বোল্ড হয়েছেন তিনি। তার ঝুলিতে ছিল মাত্র ৪ রান। অধিনায়ক মমিনুল হকও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন। তিনি করেছেন মাত্র ২ রান। ৬ ওভারে ৩ উইকেটে ১১ রান তুলে দিন শেষ করে রীতিমতো ব্যাকফুটে বাংলাদেশ।
দিন শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন শান্ত ৫* এবং মুশফিক ০*। জয়ের জন্য আগামীকাল অর্থাৎ পঞ্চম দিনে প্রয়োজন আরও ২৬৩ রান। ড্র করতে হলে খেলতে হবে পুরো ৯০ ওভার। প্রসঙ্গত চতুর্থ দিনে ৬৯ রানে এগিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ওঠে ৪৮ রান। এবাদত হোসেনের বলে ৮ রান করা সারেল এরউই এলবিডব্লিউ হন। রিভিউ নিয়ে তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখায় বাংলাদেশ। ৭৩ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন অধিনায়ক ডিন এলগার। তবে তার দুবার সহজ ক্যাচ ফেলেছেন ইয়াসির আলী ও নাজমুল হোসেন শান্ত। ৬৮ রানের এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ।
কাঁধের ব্যথায় আক্রান্ত হয়া সত্ত্বেও নিজের তৃতীয় ওভার বল করতে এসে তিনি ৬৪ রান করা এলগারকে এলবিডব্লিউ করেন। এইক্ষেত্রেও রিভিউ নিতে হয় বাংলাদেশকে। দলীয় ১২৬ রানে মেহেদির বলে আউট হন কিগান পিটারসেন (৩৬)। এরপর দ্রুতই উইকেট হারায় প্রোটিয়ারা। টেম্বা বাভুমা (৪), কাইল ভেরাইনে (৬), মুল্ডার (১১) এবং কেশব মহারাজ (৫)। নুরুলের দারুণ থ্রোতে সাইমন হার্মার (১১) এবং লিজার্ড উইলিয়ামস (০) রান আউট হন। ৩টি করে উইকেট নেন মিরাজ ও এবাদত। তাসকিন নিয়েছেন ২টি উইকেট। বিশেষজ্ঞদের মতে কাল বাংলাদেশের ঐতিহাসিক জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে তাদের অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাটে।
For all the latest Sports News Click Here