টলি পাড়ার পাওয়ার কাপল ঋত্বিক-অপরাজিতার বিয়ের জন্মদিন! বর্ষপূর্তিতে কী লিখলেন?
টলিউডের অন্যতম জনপ্রিয় এবং পাওয়ার কাপল হলেন ঋত্বিক চক্রবর্তী এবং অপরাজিতা ঘোষ। রিলেশনশিপ গোল তাঁদের থেকে শেখাই যায়! এ হেন কাপলের দেখতে দেখতে বিয়ের বয়স ১২ বছর পেরিয়ে গেল। আর সেই উপলক্ষ্যে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
২০১১ সালের ২৪ এপ্রিল অভিনেত্রী অপরাজিতা ঘোষকে বিয়ে করেন ঋত্বিক। এই বছর তাঁদের বিয়ের বয়স ১২ বছর পূর্ণ করল। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একটি ছবি পোস্ট করলেন অভিনেতা। ফেসবুকের এই পোস্টে তিনি লেখেন, ‘বিয়ের জন্মদিন।’
ঋত্বিকের পোস্ট করা ছবিতে তাঁর পাশে অপরাজিতাকে শাড়ি, সোনার গয়না, হালকা মেকআপ এবং সিঁথি ভরা সিঁদুরে দেখা যাচ্ছে। পাশে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন ঋত্বিক। দুজনেই হাসছেন।
তাঁদের এই পোস্টে তাঁদের অনুরাগীরা তো বটেই, বহু সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী।’ অভিনেতা সুজন নীল তাঁদের শুভেচ্ছা জানান। এছাড়া এক ভক্ত লেখেন, ‘দুজনে ভালো থাকবেন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘যুগ্ম জীবন সুখে যাপিত হোক।’
বর্তমানে অভিনেতা পাহাড়গঞ্জ হল্টের শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। কাজের ফাঁকে ফাঁকে সেখানকার একাধিক ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন। এই ছবিতে তাঁর সঙ্গে পাওলি দাম, বাসবদত্তা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সোহাগ সেনকে দেখা যাবে। পৃথা চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবি পাহাড়গঞ্জ হল্টের শ্যুটিং চলছে বনপাস স্টেশনে। প্রমোদ ফিল্মস প্রযোজিত এই ছবি বলবে ভালোবাসার গল্প। এছাড়া অরিন্দম শীলের সাবাশ ফেলুদাতেও দেখা যাবে তাঁকে। এখানে ফেলুদা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সঙ্গে তোপসের চরিত্রে থাকবেন ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়া এখানে রুদ্রনীল ঘোষকেও দেখা যাবে।
অন্যদিকে অপরাজিতা ঘোষকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কায় দেখা যাচ্ছে।
For all the latest entertainment News Click Here