টলিপাড়ায় নতুন বন্ধুত্ব, বেড়াতে যাওয়া থেকে জিম, নতুন সঙ্গী খুঁজে পেলেন দেবলীনা
টলিপড়ায় নতুন বন্ধুত্ব। নতুন বন্ধু খুঁজে পেয়েছেন দেবলীনা কুমার। নাহ, এই বন্ধুত্বকে প্রেমের গুঞ্জন ভাবার দরকার নেই, এটা নিজকই দুই অভিনেত্রীর বন্ধুত্ব। আর এদের একজন হলেন দেবলীনা কুমার, অন্যজন দেবচন্দ্রিমা সিংহ রায়। আজকাল একে অপরকে চোখে হারাচ্ছেন এই দুই অভিনেত্রী।
দেবলীনা ও দেবচন্দ্রিমার বন্ধুত্বের শুরু ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের সেটে। সেখানে খলনায়িকার চরিত্রে অভিনয় করেন দেবলীনা কুমার, আর দেবচন্দ্রিমা ছিলেন নায়িকা। টেলিভিশনের পর্দায় একজন নায়িকা, অন্যজন খলনায়িকা হলেও বাস্তবে তাঁদের বন্ধুত্বে কোনও বাধা পড়েনি। ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকটি শেষ হয়েছে কয়েকমাস হল। শ্যুটিং শেষ হলেও বন্ধুত্ব বজায় রয়েছে দুই অভিনেত্রীর। এখসঙ্গে জিম করা থেকে বেড়াতে যাওয়া, প্রায়দিনই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। আবার দেবচন্দ্রিমা জিমে না গেলে তাঁকে মিস করতেও দেখা গেল দেবলীনা কুমারকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিমের ভিডিয়ো শেয়ার করেন দেবলীনা কুমার। যেখানে তাঁকে ওজন তুলতে দেখা যায়। লেখেন, কেউ আমাকে আক্ষরিক অর্থেই এটা করতে বাধ্য করেছে। শীঘ্রই জিমে এসো, আমি তোমার মুখ মিস করছি দেবচন্দ্রিমা সিংহ রায়। আবার ক্যাপশানে শুরুতে নিজের ভাষার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন দেবলীনা।
আরও পড়ুন-হেলিকপ্টরে চড়ে প্রথমবার মামাবাড়ি চলল পরীমনির ছেলে ছোট্ট ‘রাজ্য’
আরও পড়ুন-ইচ্ছা থাকলেও মধুচন্দ্রিমার ছবি দিতে পারছেন না মোহর-দুর্নিবার, সুজয়প্রসাদ লিখলেন…
দেবলীনা কুমার যে ফিটনেস ফ্রিক তা নতুন কথা নয়, প্রায়দিনই স্বামী গৌরবের সঙ্গে ভবানীপুরের বাড়ি থেকে সোজা তাঁরা সাইকেল নিয়ে নিউটাউন পৌঁছে যান। তাই দেবলীনার পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা কোনও ব্যপারই নয়।
এদিকে সম্প্রতি গোয়ায় বেড়াতে গিয়েছিলেন দেবলীনা ও দেবচন্দ্রিমা। সেখানে দুজনে মিলে জমিয়ে মজা করতে দেখা যায় দেবলীনা ও দেবচন্দ্রিমাকে। আবার মাঝে দুজনে শান্তিকেতন গিয়েও একসঙ্গে সাইকেল নিয়ে গোটা শান্তিনিকেতন ঘুরে বেড়িয়েছেন।
আরও পড়ুন-তোমার সূত্রেই কাজ করছি আমির-সইফের সঙ্গে, ইলিশটা বকেয়া রয়ে গেল প্রদীপদা: শ্রীলেখা
আরও পড়ুন-‘আব্বা, তুমি তো আমাদের সঙ্গে থাকো না, তাহলে…’, সইফকে ব্ল্যাকমেইল করতেন নাকি সারা
বর্তমানে দেবলীনা অবশ্য বড়পর্দার কাজে ব্যস্ত। আবার দেবচন্দ্রিমাও ব্যস্ত তাঁর নানান ফটোশ্য়ুট নিয়ে।
For all the latest entertainment News Click Here