টলিউডে চওড়া করোনার থাবা, আক্রান্ত ঋদ্ধি সেন, কৌশানি মুখোপাধ্যায়
করোনার থাবার ক্রমশও চওড়া হচ্ছে টলিউডে। করোনা আক্রমনের খবর আসছে একের পর এক। এবার করোনা আক্রান্ত হলেন বাংলা ছবির অভিনেতা ঋদ্ধি সেন।
করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। যাঁরা গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ করছি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।’
শুক্রবার রাতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী কৌশনি মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তিনি লেখেন, ‘এই পরিস্থিতিতে আমার পরিচিতদের মধ্যে অনেকেই গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত, তাই আমি করোনার টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার রিপোর্ট পজিটিভ এসেছে, খুব মৃদু উপসর্গ রয়েছে। তাই গত কয়েকদিন ধরে যাঁরা আমার সংম্পর্শে ছিলেন তাঁদের কাছে করোনার টেস্ট করানোর অনুরোধ করছি। সাবধানে থাকুন’।
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে কার্যত ধরাশায়ী গোটা টলিউড। টলিগঞ্জ পাড়ায় এই মুহূর্তে করোনা পজিটিভের সংখ্যাটা এতটাই বেশি যে কাকে ছেড়ে কার কথা মনে রাখবেন! করোনার তৃতীয় ঢেউ আসার পর থেকে সাধারণ মানুষের সঙ্গে একের পর এক তারকা করোনা সংক্রমিত হচ্ছেন। কারও উপসর্গ রয়েছে তো কারও নেই।
বুধবার টলিউডের প্রথম সারির ৬ তারকা করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব, এঁরা সকলেই এখন অতিমারীর কবলে। এদিন জানা গিয়েছে সৃজিত ও মিথিলার মেয়ে আইরার কোভিড রিপোর্টও পজিটিভ এসেছে।
বৃহস্পতিবারই অভিনেতা সোহম চক্রবর্তী জানিয়েছিলেন করোনায় আক্রান্ত তিনি। সোহমে এই খাবার খবর শোনানোর কয়েকঘণ্টার মধ্যেই খবর মেলে বনি সেনগুপ্তও করোনা পজিটিভ। বনি একা নন, কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বনির মা, অভিনেত্রী তথা ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তরও।
For all the latest entertainment News Click Here