টলিউডে আসছে নতুন জুটি, রাজা চন্দের ছবিতে স্ক্রিন ভাগ করবেন আয়ুসী-সিয়াম
বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদকে এবার দেখা যেতে চলেছে এপার বাংলার একটি ছবিতে। তিনি অভিনয় করবেন রাজা চন্দের আগামী ছবিতে। এখানেই টলিউড একদম ব্র্যান্ড নিউ একটি জুটি পেতে চলেছে। আয়ুসী তালুকদারের সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার সিয়াম আহমেদ। শুধু তাই নয় এই ছবিতে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে দেখা যাবে পূজা বন্দ্যোপাধ্যায়কে। ফলে একটি নয়, রাজা চন্দ একসঙ্গে দুটি নতুন জুটি উপহার দেবে বাংলাকে। এই প্রথমবার প্রসেনজিৎ জুটি বাঁধবেন পূজার সঙ্গে। জানা গিয়েছে এটি একটি কমেডি ফিল্ম হতে চলেছে। পারিবারিক গল্পকে এখানে হাসির মোড়কে তুলে ধরা হবে বলেই জানা গিয়েছে।
রাজা চন্দ নিজেই তাঁর আগামী ছবির কাস্টের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সিয়াম এবং আয়ুসীর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমি ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবার বড় পর্দায় বাংলা ছবির দর্শকদের জন্য আসতে চলেছে একদম নতুন, এনার্জেটিক জুটি, সিয়াম এবং আয়ুসী। দর্শক পেতে চলেছেন এক নতুন জুটি।’
এই নতুন ছবিতে প্রথমবার সিয়ামের সঙ্গে কাজ করছেন আয়ুসী। তাঁর কেমন লাগছে? এই বিষয়ে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ‘দারুণ কাজ হচ্ছে। কাজের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়াও চলছে। সিয়ামের সঙ্গে কাজ করার একটা উৎসাহ পাচ্ছি, ও ভীষণই উদ্যম নিয়ে এই কাজ করছেন। এখানে আমরা সবাই পরিবারের মতো মিলেলিশে কাজ করছি।’ সিয়াম ওপার বাংলার অভিনেতা সেক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি? এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘না, প্রথমে ভেবেছিলাম ওপার বাংলায় বুঝি কাজের ধরন আলাদা। কিন্তু শ্যুটিং করতে গিয়ে বুঝলাম কোনও তফাৎ নেই।’
For all the latest entertainment News Click Here