টয়লেটের জলে কফি খাওয়া,টাইড দিয়ে চুল ধোয়া! শারজার জেলে দুঃস্বপ্নের ২৬ রাত নায়িকার
মাদক মামলায় ফেঁসে শারজার জেলেবন্দি ছিলেন ‘সড়ক ২’ অভিনেত্রী, ক্রিসন পেরেইরা (Chrisann Pereira)। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি মাদকপাচার করছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীর শারজা জেলে গত ২৬ দিন ধরে বন্দি ছিলেন ক্রিসন। তবে অবশেষে ছাড়া পেলেন তিনি। দুই ব্যক্তি চক্রান্ত করে ক্রিসনকে ফাঁসিয়েছিল, সেই প্রমাণ হাতে এসেছে মুম্বই পুলিশের। এরপরই অভিনেত্রীকে জেল থেকে রেহাই দেওয়ার কথা জানায় শারজা পুলিশ। ক্রিসিনের ভাই কেভিন নিশ্চিত করেছেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারতে ফিরবেন অভিনেত্রী।
বোরিভালির বাসিন্দা ক্রিসনের কাছে শারজার জেলে কাটানো ২৬ দিন ছিল দুঃস্বপ্নের মতো। জেলবন্দি জীবনের দুর্বিসহ যন্ত্রণার কথা ভাইকে চিঠি লিখে জানিয়েছিলেন অভিনেত্রী। সেই চিঠিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ক্রিসনের ভাই।
চিঠিতে ২৭ বছর বয়সী ক্রিসন লেখেন, জেলের মধ্যে ডিটারজেন্ট পাউডার টাইড দিয়ে চুল ধুতে বাধ্য হয়েছেন তিনি। এমনকী টয়লেটের জল দিয়ে কফি বানিয়ে খেয়েছেন।
ক্রিসন লিখেছেন, ‘প্রিয় যোদ্ধারা, আমার তিন সপ্তাহ এবং পাঁচ দিন সময় লাগল জেলের মধ্যে একটা কাগজ এবং পেন খুঁজে পেতে। আমি টাইড দিয়ে স্নান সেরে, টয়লেটের জল দিয়ে কফি বানিয়ে বলিউড ছবি দেখছি। কখনও চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, এটা ভেবে যে আমার উচ্চাকাঙ্খা আমায় এখানে এনে ফেলেছে। কখনও আমাদের সংস্কৃতি আমার মুখে হাসি ফুটিয়েছে, টিভিতে চেনামুখ দেখে ভালো লেগেছে। আমি ভারতীয় হিসাবে গর্বিত, ততটাই গর্বিত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হিসাবে’।
পরিবার ও প্রিয়জনদের এই লড়াইয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ক্রিসন। তাঁর হয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। প্রকৃত অপরাধীরা গ্রেফতার হওয়ায় খুশি ক্রিসন। শেষে তিনি লেখেন, ‘আমরা মহান, শক্তিশালী দেশ। দেশে ফিরতে তর সইছে না। আমার জীবনকে রক্ষা করার জন্য ধন্যবাদ। আমার মতো নিরপরাধী, যাঁরা চক্রান্তের বলি হয়েছে তাঁরা যেন সুবিচার পায়, সবসময়’।
ক্রিসনকে ফাঁসানোর অভিযোগে অ্যান্টনি পল ও তাঁর সহযোগী রাজেশ বাভোতে ওরফে রবিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। মঙ্গলবার মুম্বইয়ের নগর দায়রা আদালতে তোলা হয় দুই অভিযুক্তকে। তাদের ২ মে পর্যন্ত পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
অভিনেত্রী পরিবার এর আগে জানিয়েছিল, দুবাইতে ক্রিসনকে অডিশনে পাঠানোর নামে ফাঁসানো হয়েছিল। গোটা চক্রান্তের মাস্টারমাইন্ড ক্রিসিনের অ্যাপার্টমেন্টের বাসিন্দা অ্য়ান্টনি পল। অভিনেত্রীর দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিলেন অ্যান্টনি ও রবি। দুবাই উড়ে যাওয়ার আগে ক্রিসনের সঙ্গে তাঁরা মুম্বই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁর হাতে একটি ট্রফি তুলে দিয়ে বলা হয় ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং সেটি অডিশনের জন্য প্রয়োজন হবে। তাই কিছু না জেনেই, ক্রিসন ওঁর সঙ্গে ট্রফিটি নিয়ে যান। কিন্তু কেউই ওই ট্রফির জন্য ক্রিসিনের সঙ্গে যোগাযোগ করেনি। পরে পুলিশের কাছে গেলে তার মধ্যে থেকে মাদক উদ্ধার হয়, এবং গ্রেফতার হন অভিনেত্রী।
পুলিশ জানিয়েছে, লকডাউনের সময় ক্রিসনের মা প্রমিলার পোষা কুকুর অ্যান্টনি পলকে কামড়ানোর চেষ্টা করে, তখন তিনি রেগে গিয়ে কুকুরটিকে মারতে একটি চেয়ার তুলেছিলেন। যে ঘটনায় বিরক্ত প্রমিলা অ্যান্টনিকে সকলের সামনে অপমান করেন। তারই প্রতিশোধ নিতে সম্ভবত অ্যান্টনি পল এমন কাজ করেছেন।
For all the latest entertainment News Click Here