টমেটোর অগ্নিমূল্যে মহা বিপদে সুনীল শেট্টি, খরচ বাঁচাতে এটা কী করলেন তিনি!
গত কয়েকসপ্তাহ ধরেই বাজারে যেন আগুন। কাঁচালঙ্কা থেকে শুরু করে টমেটো, নিত্যপ্রয়োজনীয় সবজিতে হাত দিতে ভয় পাচ্ছে মধ্যবিত্ত। এবার সবজির দাম বাড়া নিয়ে শঙ্কা প্রকাশ করলেন বলিউডের তারকা সুনীল শেট্টি। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেল, টমেটোর দাম বাড়ার ফলে তাঁর রান্নাঘরে কম ঢুকছে এই সবজি। অর্থাৎ শুধু আমি-আপনি নই, সুনীল শেট্টিও কমই খাচ্ছেন টমেটো।
সুনীলকে বলতে শোনা যায়, ‘আমার স্ত্রী মনা বাজারে গেলে শুধুমাত্র ১-২ দিনের জন্যই সবজি কিনে নিয়ে আসে। আমরা তাজা সবজি খেতে খুব ভালোবাসি। টমেটোর দাম আজকাল আকাশচুম্বী। আর যার প্রভাব পড়েছে আমাদের রান্নাঘরেও। আমরা আজকাল কম টমেটো খাই। লোকে ভাবতে পারে আমরা সুপারস্টার, এইসব জিনিস আমাদের প্রভাবিত করে না। কিন্তু তা সত্য নয়। আমাদের সকলকে মিলে এই জাতীয় সমস্যার মোকাবিলা করতে হবে।’
এই প্রসঙ্গে আরও বক্তব্য রাখেন সুনীল, যিনি মুম্বইয়ের বিখ্যাত রেস্তোরাঁর মালিকও। জানান, কীভাবে স্বাদ এবং মানের সঙ্গে আপস করতে হচ্ছে। অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আপনি যদি এই অ্যাপগুলিতে টমটোর দাম দেখেন, বুঝতে পারবেন না বাজারের থেকে সস্তা। আমি তো তাই অ্যাপ থেকেই অর্ডার করি। শুধু সস্তা বলে নয়, এরা তাজা পণ্য় বিক্রি করে। আমি নিজে একজন রেস্তোরাঁর মালিক। আমাকে সবজির দাম নিয়ে দর কষাকষি করতেই হয়। কিন্তু বর্তমানে টমেটোর দাম বেড়ে যাওয়ার কারণে স্বাম ও মানের সঙ্গে আপোস করতে হয়েছে লোকেদের। আমাকেও করতে হচ্ছে।’ আরও পড়ুন: ‘তোমার নগ্ন ছবিগুলো এখনও শোভনের ফোনে রয়েছে’, সতীত্ব নিয়ে কটাক্ষের জবাব বৈশাখীর
প্রসঙ্গত, বলিউডে পা রাখার আগে থেকে রোস্তোরাঁ ব্যবসা সুনীল শেট্টির। আপাতত তিনি দুটি ইটারি চালান- মিশ্চিফ ডাইনিং বার এবং ক্লাব এইচ২ও। তিনি এমন একটি ক্যাফে শুরু করেছেন যেখানে রয়েছে ওয়াটার স্টোর্টস। অর্থাৎ আপনি আপনার খাবার আসার অপেক্ষা করতে করতে সেরে নিতে পারবেন সাঁতার।
কাজের সূত্রে সুনীল শেট্টিকে শেষ দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘হান্টার টুটেগা নেহি তোড়েগা’ ও ‘ধারাভি ব্যাঙ্ক’-এ। আসছে হিট ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩’। যাতে পরেশ রাওয়াল আর অক্ষয় কুমারের সঙ্গে আগের দুটি পার্টের মতো থাকবেন সুনীল শেট্টিও।
For all the latest entertainment News Click Here