ঝোড়াকেও তাড়ালো মিঠাই! দু-মাসেই স্লটহারা ‘বালিঝড়’, জাগয়া নিল ‘রামপ্রসাদ’
কথায় বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ! সব্যসাচী চৌধুরীর কামব্য়াক মেগা ‘রামপ্রসাদ’ কবে থেকে শুরু হবে তা জানতে হা-পিত্যেশ করে বসেছিল দর্শক, প্রোমো সামনে আসার তিন মাস পর অবশেষে স্লট পেল ‘রামপ্রসাদ’। আর সেই স্লট দেখে কপাল চাপড়াচ্ছেন ঝোড়া-স্রোত-মহার্ঘ্যর ভক্তরা। হ্যাঁ, মাত্র দু-মাস যেতে না যেতেই কপাল পুড়ল স্টার জলসার অন্যতম চর্চিত মেগা সিরিয়াল ‘বালিঝড়’-এর।
অনেক আশা জাগিয়ে শুরু হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের এই মেগা। কাস্টিং-এ ছিল চমক। ‘খড়কুটো’র মতো হিট মেগার পর ফের একসঙ্গে তৃণা-কৌশিক, সঙ্গে ‘ধুলোকণা’র লালন ইন্দ্রাশিস। এত চমকের পরেও শুরু থেকেই প্রতিপক্ষ ‘মিঠাই’-এর কাছে হেরে ভূত ‘বালিঝড়’। ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই মেগার সম্প্রচার তারপর থেকে একবারও স্লট দখল তো দূর অস্ত, মিঠাইয়ের ধারেকাছেও ঘেঁষতে পারেনি ‘বালিঝড়’, তা সত্ত্বেও এত জলদি এই ধারাবাহিকের উপর কোপ পড়বে তা আশা করেনি কেউই। বিশেষত ‘মিঠাই’ বন্ধ হওয়ার জল্পনা যখন তুঙ্গে।
শুক্রবার স্টার জলসার তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল ‘রামপ্রসাদ’ সম্প্রচারের দিনক্ষণ। আগামী ১৭ই এপ্রিল থেকে সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে এই মেগা। ‘রামপ্রসাদ’-এর স্লট ঘোষণার পর থেকে জয়ের চওড়া হাসি মিঠাই ভক্তদের মুখে। এক জনৈক লেখেন, ‘দু-বছরের পুরোনো সিরিয়াল হয়েও পরকীয়ার ঝড়কে ঝাঁটা মেরে তাড়ালো মিঠাই’। অপর একজন লেখেন, ‘আগেই জানতাম, বালিঝড়কে মিঠাইয়ের বিপরীতে দেওয়াটাই ভুল ছিল।’ গত বছর ডিসেম্বরে রাত ৮টার বদলে সন্ধ্যা ৬টার স্লটে আনা হয় ‘মিঠাই’কে। সেইসময় তার প্রতিপক্ষ ছিল ‘নবাব নন্দিনী’। সুতরাং মাত্র কয়েকমাসের ব্যাবধানে তিনটি মেগাকে টেক্কা দেবে মিঠাই।
পিরিয়ড ড্রামা ‘রামপ্রসাদ’-এ নাম ভূমিকায় রয়েছেন সব্যসাচী। সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক, এবার তাঁকে রামপ্রসাদের ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছে সকলে। সিরিয়ালে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর চরিত্রে থাকছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য্য মানে সবার প্রিয় ‘সৌদামিনী’। অন্যদিকে মা কালীর ভূমিকায় থাকছেন পায়েল দে।
আরও পড়ুন-‘রামপ্রসাদ’-এর হাত ধরে জলসার পর্দায় ফিরছেন সায়ক, কবে থেকে শুরু হবে এই মেগা?
ওদিকে ‘রামপ্রসাদ’ শুরু হলে ‘বালিঝড়’-এর ভবিষ্যত কী? দু-মাসেই কি শেষ হবে এই সিরিয়াল? চ্যানেলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ‘বালিঝড়’-এর নতুন স্লট ঘোষণা করা হয়নি। তবে জোর জল্পনা আধ ঘন্টা এগিয়ে সাড়ে-পাঁচটায় ‘গুড্ডি’র স্লটে যাবে ‘বালিঝড়’। অনুজের মৃত্যুর পর ‘গুড্ডি’র মেয়াদ যে শেষ তা বেশ স্পষ্ট, সুতরাং ম্য়াজিক মোমেন্টসের একটা মেগা শেষ হলে ওই জায়গাতেই ‘বালিঝড়’-কে দেবে চ্যানেল, এমনটাই মনে করা হচ্ছে।
For all the latest entertainment News Click Here