ঝুলিতে ১৫৭টি ধারাবাহিক! সন্ন্যাস নিয়ে হিমালয় যাত্রা জনপ্রিয় অভিনেত্রীর
ছকে বাঁধা জীবন আর ভালো লাগছে না। শ্যুটিং ফ্লোরের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর রুটিনও একঘেয়ে। গতে বাঁধা কোনও কিছুতেই যেন আর মন বসছে না। তাই সব ছেড়ে সন্যাস নিলেন অভিনেত্রী নূপুর অলংকার। ঘরবাড়ি ত্যাগ করে রওনা হচ্ছেন হিমালয়ের উদ্দেশ্যে।
প্রায় তিন দশক ধরে মুম্বইয়ের টেলিপাড়ায় কাজ করছেন নূপুর। অভিনয় করেছেন ১৫৭টি ধারাবাহিকে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘শক্তিমান’, ‘তন্ত্র’, ‘ঘর কি লক্ষ্মী বেটিয়া’। এ ছাড়াও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।
সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্তকে জীবনের ‘বড় পদক্ষেপ’ বলে মনে করছেন নূপুর। মুম্বইয়ে নিজের ফ্ল্যাটটি ভাড়া দিয়ে তীর্থের টাকা জোগাচ্ছেন তিনি।
সংবাদমাধ্যমকে নূপুর বলেছেন, ‘জানি না কেন সকলে মনে করছেন যে আমি মানসিক ভাবে বিধ্বস্ত বা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।’ করোনা অতিমারি তাঁকে সকলের থেকে বিচ্ছিন্ন হতে সাহায্য করেছে।
অন্যান্য সব কিছুর সঙ্গে অভিনয়ও ত্যাগ করতে হচ্ছে। মন খারাপ? নুপুরের কথায়, ‘পর্দা আর পর্দার বাইরের মিথ্যাচার আর ভালো লাগছে না। ২০২০ সালে মা মারা যাওয়ার পর বুঝলাম আমার মধ্যে আর কাউকে হারানোর ভয় নেই। মনে হল সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়েছি।’
এই সিদ্ধান্তে স্বামীকে পাশে পেয়েছেন নূপুর। আইনি ভাবে যদিও তাঁদের বিচ্ছেদ হয়নি। তিনি বলেন, ‘ওঁর কাছ থেকে আমাকে অনুমতি নিতে হয়নি। এ বিষয়ে একবার ওর সঙ্গে কথা হয়েছিল। ও জানত আমি কোথায় যাচ্ছি। ও আমার সিদ্ধান্ত মেনে নিয়ে আমাকে মুক্তি দিয়েছে।’
For all the latest entertainment News Click Here