ঝুমে জো পাঠান জমেও জমল না! সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা, কী বললেন কোরিওগ্রাফার
‘পাঠান’ ছবির দ্বিতীয় গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। সব বিতর্ক, বয়কট ট্রেন্ডের মাঝেই বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে এই ছবির নতুন গান ‘ঝুমে জো পাঠান’। যদিও এই গানটিও দর্শকদের মন কাড়তে পারল না। অনেকেরই মতে গানটির সুর এবং লিরিক্স বড়ই খারাপ, কোনও মানে নেই। তার সঙ্গে অনেকে শাহরুখের লুক পছন্দ হয়নি এই গানে। ফলে প্রথমে ছিল বিতর্ক, এখন এল বিরক্ত। কিন্তু এই সমালোচনা, কটাক্ষের বিরুদ্ধে এবার মুখ খুললেন এই গানের সঙ্গে নাচটির যিনি কোরিওগ্রাফি করেছিলেন সেই বস্কো মার্টিস।
অনলাইনে ঝুমে জো পাঠান এবং তার কোরিওগ্রাফি নিয়ে যেভাবে সমালোচনা চলছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে এবার সেটার বিষয়ে সরব হলেন এই গানের কোরিওগ্রাফার বস্কো। তিনি এর আগে শাহরুখের সঙ্গে স্বদেশ ছবিতেও কাজ করেছিলেন, তিনি এ আর এই সমালোচনাগুলোর ব্যাপারে বললেন, সমালোচনা এবং কটাক্ষ কোনও কিছুই ম্যাটার করে না যতক্ষণ ভক্তরা বিনোদন পাচ্ছে।
তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘ আমি বিশ্বাস করি সবার নিজের নিজের মত আছে, আর সোশ্যাল মিডিয়া আমাদের বক্তব্যকে সবার সামনে তুলে ধরার অনুমতি দেয়। তাই তোমার যা করার আছে তুমি করো, ওদের যা বলার আছে ওর বলবে। বর্তমানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে সবার মতামত আছে, আর আমাদের সেই সব মতামতকে শ্রদ্ধা জানাতে হবে, একই সঙ্গে এগিয়েও যেতে হবে। যতক্ষণ মানুষ বিনোদন পাচ্ছেন ততক্ষণ এগুলো সত্যি কিছু ম্যাটার করে না।’
বৃহস্পতিবার বস্কো তাঁর এবং শাহরুখের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। এই ছবিটি পাঠানের শ্যুটিংয়ের সেটে তোলা হয়েছিল। এই ছবিতে শাহরুখকে একটি কালো শার্ট এবং কালো প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। কোরিওগ্রাফার এই ছবির ক্যাপশনে লেখেন, ‘এটিই আমার ইনস্টাগ্রামের সব থেকে ভালো ছবি। এই ছবিটা তুলতে পেরে আমি কৃতজ্ঞ, তবুও আপনি জানেন ছবিটা তুলতে আমি কতটা লজ্জা পাচ্ছিলাম। আর আপনি আপনার অ্যাবস দেখাতে। এটা আমার জীবনের একটা চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। অনেক ধন্যবাদ শাহরুখ খান এই ছবিটি তোলার জন্য।’ এরপর তিনি পূজা দাদলানিকে ধন্যবাদ জানান ছবিটি তুলে দেওয়ার জন্য। তিনি এই পোস্টে লেখেন যে তিনি আশা করছেন সবার এই ছবি ভালো লাগবে।
এই ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এখানে শাহরুখ ছাড়াও দীপিকা এবং জন আব্রাহামকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here