ঝলক দিখলা জা: নোরা ফাতেহি, করণ জোহর থেকে নিয়া শর্মা, উরফি জাভেদ! পার্টির ছবি
ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’ সম্প্রচারের কয়েক দিন আগে, নিয়া শর্মা, ধীরাজ ধুপার, শিল্পা শিন্ডের মতো নিশ্চিত প্রতিযোগীরা এবং উরফি জাভেদের মতো ব্যক্তিরা শুক্রবার মুম্বইতে শো লঞ্চ পার্টিতে যোগ দিয়েছিলেন। ‘ঝলক দিখলা জা’ বিচারক করণ জোহর এবং নোরা ফাতেহি সহ হোস্ট মনীশ পলও পার্টিতে উপস্থিত ছিলেন।
টেলিভিশন শো ‘জামাই রাজা’ থেকে খ্যাতি পেয়েছিলেন নিয়া শর্মা। স্ট্র্যাপলেস সাদা টপ এবং ম্যাচিং প্যান্ট পরে এ দিন দেখা মিলেছিল নায়িকার। সুরভী চন্দনাও ছবি তোলার জন্য পোজ দেন নিয়ার সঙ্গে। ‘কুণ্ডলী ভাগ্য’ শোয়ে অভিনয় করছেন ধীরাজ। আরও পড়ুন: আগে চোখের মণি ছিলেন! ‘আদিত্য-করণরা এখন আমায় ডাকে না’, বিস্ফোরক অনুপম খের
![ঝলক দিখলা জা-র পার্টিতে ধীরাজ ধুপার, সুরভী চন্দনা, নোরা ফাতেহি, নিয়া শর্মা এবং উরফি জাভেদ। ঝলক দিখলা জা-র পার্টিতে ধীরাজ ধুপার, সুরভী চন্দনা, নোরা ফাতেহি, নিয়া শর্মা এবং উরফি জাভেদ।](https://images.hindustantimes.com/bangla/img/2022/08/28/original/Collage_Maker-27-Aug-2022-10.44-AM_1661577265117_1661662145708.webp)
![ঝলক দিখলা জা-র পার্টিতে অমৃতা খানভিলকর, শিল্পা শিন্ডে এবং উরফি জাভেদ (বরিন্দর চাওলা) ঝলক দিখলা জা-র পার্টিতে অমৃতা খানভিলকর, শিল্পা শিন্ডে এবং উরফি জাভেদ (বরিন্দর চাওলা)](https://images.hindustantimes.com/bangla/img/2022/08/28/original/Collage_Maker-27-Aug-2022-10.38-AM_1661576931699_1661662278676.webp)
ইশকবাজ খ্যাত নীতি টেলরকে পার্টিতে একটি ছোট কালো পোশাকে দেখা গিয়েছে। শিল্পা শিন্ডেও একটি সাদামাটা কালো পোশাকে পার্টিতে উপস্থিত ছিলেন। ‘ভাবি জি ঘর পার হ্যায়’ হিসাবে খ্যাত অভিনেত্রী বলেন, ‘বিগ বস আমার আমার কেরিয়ারের মাইলফলক। আশা করি ঝলক দিখলা যা-ও আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে। অনুরাগীরা আমার বিগ বস-এ থাকার পর টেলিভিশনে আমার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, সেই কারণে আমার এই শোয়ে আসা।’ আরও পড়ুন: নিজের জামাকাপড় নিজেই ভাঁজ করছেন বছর ৪-এর ইনায়া, ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া
তিনি আরও বলেন, ‘জানি ওরা আমাকে টেলিভিশনে ফিরতে দেখে উচ্ছ্বসিত হবে। ঝলক দিখলা জা-এর থেকে বিনোদনের জন্য আর কী ভালো অনুষ্ঠান হবে। আমি একজন নন-ডান্সার এবং দর্শকদের সামনে পারফর্ম করা এমন একটি বিষয় যা আমি অপেক্ষা করছি। এটি একটি বড় প্ল্যাটফর্ম এবং আমি আশা করি যে আমি আমার ভক্তদের প্রত্যাশা পূরণ করব এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত তাঁদের বিনোদন দেব।’
![ঝলক দিখলা জা-য়ের অতিথিরা (বরিন্দর চাওলা) ঝলক দিখলা জা-য়ের অতিথিরা (বরিন্দর চাওলা)](https://images.hindustantimes.com/bangla/img/2022/08/28/original/jhalak_dikhhla_jaa_1661577410478_1661662316622.webp)
অমৃতা খানভিলকর, যাকে শেষ দেখা গিয়েছিল মোহিত সুরির ছবি মালাং-এ, একটি প্রিন্টেড পোশাকে এ দিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। শোতে অংশগ্রহণও করছেন তিনি। আরও পড়ুন: অর্জুনের সঙ্গে ‘ছাইয়া ছাইয়া’ গানে ফাটিয়ে নাচ মালাইকার! চরম ঘনিষ্ঠ ভিডিয়ো ফাঁস
পারস কালনাওয়াতও শোতে নিশ্চিত প্রতিযোগীদের মধ্যে অন্যতম। অনিশ্চিত প্রতিযোগীদের মধ্যে উরফি জাভেদ একটি নীল পোশাকে এ দিন সকলের নজর কেড়েছেন। পরে তাঁকে একটি ছোট কালো পোশাকে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here