জয়া বচ্চনের নাতনি নভ্যা দুর্গাপুজোয় বাজাল ঢাক, বানাল ‘চাট’! ফুট কাটল মামা অভিষেক
দিদা জয়া বচ্চনের বাঙালি রীতিনীতিতে মজতে দেখা গেল নভ্যা নভেলি নন্দাকে। বলিউডের বচ্চন পরিবারের এই তরুণীর সম্প্রতি দেখা মেলে মুম্বইয়ের এক পুজো মণ্ডপে। যেখানে তিনি বসে ঢাক বাজান সকলের সঙ্গে। নাচ করেন এমনকী পুজো মণ্ডপের বাইরে চাট ভাজতেও দেখা যায় তাঁকে। আর সেই ভিডিয়ো শেয়ার করেই তিনি সকলকে জানালেন বিজয়ার শুভেচ্ছা। লিখলেন, ‘শুভ বিজয়া দশমী। জয়স চটপটা কর্ণার।’
একদম সাধারণ লুকে এদিন দেখা মিলল তাঁর। নভ্যা জয়া বচ্চন ও অভিষেক বচ্চনের বড় মেয়ে শ্বেতা বচ্চন নন্দার কন্যা। সাদা রঙের একটা কুর্তা পরে এদিন মণ্ডপে ঠাকুর দেখতে গিয়েছিলেন তিনি। মেয়ের শেয়ার করা ভিডিয়োতে বেশ প্রশংসাই করল মা শ্বেতা, তবে লেগপুল করার সুযোগ ছাড়ল না মামা অভিষেক।
মেয়ের ভিডিয়োতে শ্বেতা লিখলেন, ‘শুভ বিজয়া নভ্যা। খুব সুন্দর নাচ করছ আর ভাজছ কিন্তু। আশা করি তোমার দিদুকে খুব খুব খুশি করতে পেরেছ তুমি।’ তবে ভাগনির প্রশংসা না করে একটু মস্করাই অভিষেকের গলায়। কমেন্টে লিখলেন, ‘জগাখিচুড়ি’!
নিজের পডকাস্ট শো শুরু করেছেন নভ্যা সম্প্রতি, নাম ‘হোয়াট দ্য হেল নভ্যা’। আর প্রথম এপিসোডে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন মা আর দিদাকে। বচ্চন পরিবারের এই তিন মহিলা মিলে সেদিন খুব করে অমিতাভের নিন্দা করেছিলেন (মজার ছলে)! শ্বেতা যেমন বলেছিলেন জয়ার বন্ধুরা বাড়িতে এলে একেবারে খুশি হননা অমিতাভ। একটু হাই হ্যালো করেই সরে যান তাঁদের সামনে থেকে। আর তাতে জয়ার জবাব ছিল, অমিতাভ নাকি এখন ‘বুড়ো’ হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, নভ্যা ছাড়াও অমিতাভ-কন্যা শ্বেতার একটি ছেলেও আছে, অগস্ত্য নন্দা। জোয়া আখতারের ‘দ্য অর্চিস’ দিয়ে খুব জলদি অভিনয়ের ডেবিউ হতে চলেছে এই তারকা সন্তানের।
For all the latest entertainment News Click Here