জ্বালাপোড়া গরমে নাজেহাল, তবুও ৪২ ডিগ্রিতেও শিকার অব্যাহত ঋতুপর্ণা-যশ-নুসরতের
এপ্রিল মাস যথেষ্ট ট্রেলার দেখিয়েছে এবারের গরমের। গ্রীষ্ম আসতে না আসতেই হাঁসফাঁস অবস্থা হয়ে গিয়েছিল সবার। যদিও এখন বৃষ্টি, মেঘলা আবহাওয়ার জন্য পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু তার আগে বেশ কদিন হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছে যে এবার ঠিক কোন গরম সহ্য করতে হবে। তাপপ্রবাহে সকলের যেন নাভিশ্বাস উঠে গিয়েছিল। স্কুল, কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়। ফেডারেশনের তরফে আউটডোর শ্যুটিং জলদি শেষ করার নির্দেশ দেওয়া হয় এই গরমের হাত থেকে বাঁচতে। আর সেই নির্দেশ মতোই ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), যশ দাশগুপ্ত (Yash Dasgupta), আর নুসরত জাহান (Nusrat Jahan) অভিনীত ছবি শিকারের শ্যুটিংয়ের কাজ শেষ করতে উঠে পড়ে লাগে গোটা টিম। সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ের বিহাইন্ড দ্য সিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা মিলল এই ছবির সেটে অভিনেতা অভিনেত্রীরা কী করছেন।
কেবল অভিনেতা অভিনেত্রীদের নাজেহাল অবস্থা নয়। এই ছবির সেটে উপস্থিত থাকা সমস্ত সদস্যদেরই একই অবস্থা সকলেই দরদর করে ঘামছেন। তবুও এই অসহ্য গরম উপেক্ষা করে দ্রুত কাজ শেষ করতে মরিয়ে গোটা টিম। ভ্যাপসা গরমে চরম অস্বস্তির মধ্যে পড়েন নুসরত। বাদ যান না যশ। তথৈবচ অবস্থা ঋতুপর্ণারও।
এমন অবস্থায় শ্যুটিং করতে গিয়ে সেটে সবাই একটাই জিনিস চাইছেন আর সেটা হল জল। শিকার করতে গিয়ে যেন তাঁরাই গরমের শিকার হচ্ছেন। কোন পরিস্থিতির মধ্যে তাঁরা এই গোটা ছবির শুট করেছেন সেটাই একটি ভিডিয়ো পোস্ট করে সবার সঙ্গে ভাগ করে নিলেন ঋতুপর্ণা। মার্চ মাসে এই ছবির শ্যুটিং শুরু হলেও, গোটা এপ্রিলে এই ভয়াবহ গরমে চলেছে ছবি শ্যুটিংয়ের কাজ।
ঋতুপর্ণার পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে সবাই দরদর করে ঘামছেন। ক্লান্তিতে ঢুলছেন। অভিনেত্রী নিজে বলেন, ‘গরমে নাজেহাল অবস্থা। তবুও ভীষণ এক্সাইটেড।’ অন্যদিকে যশকে বারবার টিস্যু দিয়ে মুখের ঘাম মুছতে দেখা যাচ্ছে। আর নুসরত বলেন, ‘তাপমাত্রা সীমা। ছাড়িয়ে গিয়েছে।’ একই অবস্থা রজতাভ দত্তের। তিনি মেকআপ করতে করতেই বলেন, ‘এই গরমে এখনই শুট করতে যেতে হবে।’
সেটে জলের একপ্রকার হাহাকার দেখা দিয়েছিল যেন। জল, কোল্ড ড্রিংকস খেয়েই যেন সেটে কাজ করছেন সবাই। সবার মুখেই একটা কথা, ‘যে কোনও মুহূর্তে সানস্ট্রোক হয়ে যাবে।’ অভিনেত্রী এই ভিডিয়ো পোস্ট করেন এই ক্যাপশন দিয়ে, ‘এত গরম ও কিন্তু আমাদের ‘শিকার’ করা আটকাতে পারেনি!’
প্রসঙ্গত এই ছবির পরিচালনা করেছেন দেবরাজ সিংহ। এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে।
অনেকেই ঋতুপর্ণার এই পোস্টে মন্তব্য করেছেন, সাহেব ভট্টাচার্য লেখেন, ‘এই জ্বালাপোড়া গরমেও তোমায় কত স্নিগ্ধ দেখাচ্ছে ঋতুপর্ণা।’
For all the latest entertainment News Click Here