জ্ঞান ফেরেনি রাজুর! জানালো কমেডিয়ানের মেয়ে, ফ্যানেদের কাছে বিশেষ আর্জি অন্তরার
রাজু শ্রীবাস্তবের শারীরিক পরিস্থিতি নিয়ে ফের ধোঁয়াশা। বৃহস্পতিবার সকালেই রাজুর আপ্ত সহায়ক জানান, ১৫দিন পর জ্ঞান ফিরেছে কমেডিয়ান। এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ভক্তরা। তবে বেলা গড়াতেই পরিবার এই খবর অস্বীকার করল।
রাজু শ্রীবাস্তবের মেয়ে অন্তরা শ্রীবাস্তব রাজুর অফিসিয়্যাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি শেয়ার করেন। সেখানে লেখা, ‘প্রিয় শুভাকাঙ্খীরা, আমার বাবা, রাজু শ্রীবাস্তবজি-র শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল। উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই মুহূর্তে উনি ভেন্টিলেটারে রয়েছেন। একমাত্র এইমসের চিকিৎসকরা এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যা জানানো হবে সেই তথ্যই বিশ্বাসযোগ্য এবং সত্য। অন্য কোনও বিবৃতির উপর ভরসা করবেন না, সেগুলো বিশ্বস্ত নয়।’ চিকিৎসকরা সবটুকু দিয়ে রাজুকে সুস্থ করে তোলবার চেষ্টা করছেন জানান মেয়ে। বাবার আরোগ্যের জন্য প্রার্থনা জারি রাখতে অনুরোধ করেন রাজু-কন্যা।
এদিন রাজুর ভাইপো ই-টাইমসে জানান, ‘রাজুজি স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে, তবে ওঁনার জ্ঞান ফেরবার কথাটা মিথ্যা। তবে উন্নতি দেখা গিয়েছে, উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে চিকিৎসকরা বলছেন সময় লাগবে’।
এখনও লাইফ সাপোর্টেই রাখা থাকবে রাজু শ্রীবাস্তবকে। তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে সচল হলেও এখনই লাইফ সাপোর্ট খুলে ফেলবার পরিকল্পনা নেই চিকিৎসকদের। আরও পড়ুন-কাজে এল প্রার্থনা, ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের! শারীরিক অবস্থার উন্নতি
গত ১০ই অগস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন রাজু। ১৫ দিন পরেই জ্ঞান ফেরেনি তাঁর। একটা সময় তাঁর ব্রেন ডেথের খবরও ছড়িয়ে পড়ে। তবে সেটি ভুয়ো বলে জানায় পরিবার। এই মুহূর্তে দিল্লির AIIMS-এ ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব।
গত ১০ই অগস্ট জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় হার্ট অ্যাটাকের শিকার হন এই কৌতুকাভিনেতা। তারপর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার দিনেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল স্ট্যান্ড আপ কমেডিয়ানের। তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। আরও পড়ুন- মহালয়ায় দেবী দুর্গার সাজে শুভশ্রীকে দেখে চটল মিঠাই-ভক্ত, ‘অভিনয় পারে না, শুধু…’
For all the latest entertainment News Click Here