‘জোশ ২’-র ভুয়ো অডিশনে হাজির হয়েছিলেন সিদ্ধান্ত: ‘গোটা দিন দাঁড়িয়ে ছিলাম!’
‘গাল্লি বয়’ ছবির পর বলিউড ছবিপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত নাম হয়ে উঠেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী। গত বছর ‘বান্টি অউর বাবলি ২’ ও কিছুদিন আগে তাঁর অভিনীত ‘গেহরাইয়া’ মুক্তি পাওয়ার পর এই মুহূর্তে বলিউডের অন্যতম ‘হট টপিক’ সিদ্ধান্ত। তবে ‘স্পটলাইট’-এ আসার আগে আর পাঁচজন নবাগত অভিনেতা-অভিনেত্রীদের মতো স্ট্রাগল করতে হয়েছে সিদ্ধান্তকেও। ঘুরে ঘুরে বাকি আনকোরা অভিনেতাদের মতো স্টুডিওপাড়ায় একাধিক অডিশন দিয়েছেন। তবে একবার এক ভুয়ো অডিশনের চক্করে গোটা দিন ঠায় বসেছিলেন এই বলি-অভিনেতা। তাঁকে বলা হয়েছিল শাহরুখ খান অভিনীত সুপারহিট ছবি ‘জোশ’ এর সিক্যুয়েল হতে চলেছে। এটি সেই ছবিরই অডিশন।
সাইরাস ব্রোচার ইউটিউব চ্যানেল ‘সাইরাস সেজ’-এ ‘গেহরাইয়া’-র প্রচার সারতে সম্প্রতি হাজির হয়েছিলেন ছবির গোটা কাস্ট। ছিলেন পরিচালক শকুন বত্রাও। সেখানেই কথাপ্রসঙ্গে এই ভুয়ো অডিশনের ঘটনাটি ফাঁস করেন সিদ্ধান্ত। বলি-অভিনেতার কথায়, ‘বছর চারেক আগেকার কথা। তখন স্টুডিওপাড়ায় ঘুরে ঘুরে অডিশন দিচ্ছি। একবার দেখলাম এক জায়গায় প্রচুর ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করাতে জানতে পারলাম শাহরুখের ‘জোশ’ এর সিক্যুয়েল তৈরি হবে। সেই ছবির ‘বিচ্ছু গ্যাং’-এর প্রধান চরিত্রের জন্য অভিনেতা খোঁজা চলছে। তা শুনেই ঝটপট সেখানে বাকিদের সঙ্গে দাঁড়িয়ে পড়ি আমি।’ সিদ্ধান্তের মুখে একথা শোনামাত্র বাকিরা বিস্ময়ে হাঁ হয়ে যায়।
তাঁদেরকে আশ্বস্ত করে দিদ্ধান্ত ফের বলে ওঠেন, ‘আসলে পুরো ব্যাপারটাই ভুয়ো ছিল। সেদিন আমার আর অডিশনের জন্য ডাক আসেনি। তাই পরদিন ভোর ভোর সবার আগে অডিশন দিতে সেই জায়গায় হাজির হয়েছিলাম। হয়ে দেখি, পুরো জায়গাটি বন্ধ হয়ে আছে। এরপর জানতে পারলাম আসল ঘটনা। কোনও ‘জোশ ২’ ছবি তৈরি হচ্ছে না। পুরো ব্যাপারটাই মিথ্যে ছিল!’
For all the latest entertainment News Click Here