জোর ধাক্কা ভারতীয় শিবিরে, কাটা গেল কোহলিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফের স্লো ওভার-রেটের দায়ে পড়তে হল টিম ইন্ডিয়াকে। এক্ষেত্রে ফের জোড়া শাস্তির মুখে পড়ল ভারতীয় দল। একে তো সেঞ্চুরিয়ন টেস্ট জিতেও জরিমানা গুনতে হল গোটা দলকে। তার উপর কেটে নেওয়া হল মূল্যবান টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টও।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের দায়ে পড়ে ভারত। সব দিক বিবেচনার পরেও নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। এই অপরাধেই ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল থেকে ১ পয়েন্ট কাটা যায় টিম ইন্ডিয়ার।
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের। সেই সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট করে কেটে নেওয়ার শাস্তিবিধান রয়েছে।
![টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। ছবি- আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। ছবি- আইসিসি।](https://images.hindustantimes.com/bangla/img/2021/12/31/original/wtc_in_1640970657779.jpg)
আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী কোহলিদের শাস্তিবিধান করেন। কোহলি শাস্তি মেনে নেওয়ায় ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।
এক পয়েন্ট কাটা যাওয়ায় ৭ টেস্টে ৬৩.০৯ গড়ে ভারতের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৫৩। যগিও লিগ টেবিলে ভারতের অবস্থান বদল হয়নি। এই নিয়ে দ্বিতীয়বার টিম ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা গেল। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজ টেস্টে একই অপরাধে ভারতের ২ পয়েন্ট কাটা গিয়েছিল।
For all the latest Sports News Click Here