জোর করে সূর্য, ইশানকে বসানো হয়নি, ওদের ধৈর্য্য ধরতে হবে- কী ইঙ্গিত ব্যাটিংকোচের?
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের স্কোয়াডে থাকলেও, এখনও পর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি সূর্যকুমার যাদব এবং ইশান কিষাণের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে দুই তারকাকে দলের বাইরে দেখে হতবাক হয়ে গিয়েছিল সকলে। দ্বিতীয় ম্যাচেও অবশ্য এই দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছিল ভারতীয় দল। সেই থেকেই ভারতের দল গঠন নিয়ে নানা আলোচনা আরম্ভ হয়। শুরু হয়ে গিয়েছে তর্ক-বিতর্কও।
প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে গিয়েছে ভারত। তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সাফ জানিয়ে দিয়েছেন, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুরন্ত ছন্দে থাকা ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদব কেন ওয়ানডে-তে সুযোগ পাচ্ছেন না! রাঠোরের মতে, ফর্মে থাকা দুই ব্যাটারকে জোর করে বাইরে বসানো হয়নি। কারণ অন্যান্য প্লেয়াররাও ভালো করছেন এবং সূর্য আর ইশানকে ধৈর্য্য ধরে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: পরনে ধুতি, খালি গা, মাথায় টিকা- তৃতীয় ODI-এর আগে মন্দিরে সূর্য-কুলদীপরা
তৃতীয় তথা শেষ ওডিআই-এর আগে রাঠোর বলেছেন, ‘ওদের জোর করে বসানো হয়নি। আমি বলতে চাইছি, অন্যরাও ভালো করছে। খেলোয়াড় হিসেবে ওরা এটা বোঝে এবং সুযোগের জন্য অপেক্ষা করতে হবে ওদের। ওরা এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কঠোর অনুশীলন করছে। যখনই সেই সুযোগ আসবে, ওরা ভালো ফল করে নিজেদের জায়গা মজবুত করবে।’
সূর্য এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান এবং সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইশান আবার বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ওডিআই-এ ডাবল সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছিলেন।
ইশানকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠানো যায় কিনা, জানতে চাইলে রাঠোর বলেন, ‘এই মুহূর্তে ওকে ওপেনার হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা নমনীয় এবং মাঝমাঠে ইশানের মতো কাউকে চেষ্টা করার প্রয়োজন হলে, সেটা করা যেতেই পারে। যদিও এই মুহূর্তে ওকে ওপেনার হিসেবে দেখা হচ্ছে।’
আরও পড়ুন: চলতি বছরের পুরোটাই কার্যত মাঠের বাইরে থাকতে হতে পারে পন্তকে, ODI WC-এও অনিশ্চিত
আলোচনা যখন সূর্যের দিকে মোড় নেয়, তখন ব্যাটিং কোচ বলেন, ‘ওর দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। ও দুর্দান্ত ফর্মে রয়েছে, ওকে রিজার্ভে রাখা দলের জন্য ভালো। এবং আশা করি, সময় এলে ও সেই সুযোগটি পাবে, এবং সেটি কাজে লাগাবে। দলে এমন বহুমুখী খেলোয়াড় পাওয়াটা দারুণ।’
বছরের শেষের দিকে নির্ধারিত ওডিআই বিশ্বকাপের আগে ২০টি ওডিআই ম্যাচ খেলা প্রসঙ্গে রাঠোর বলেছেন, ‘আমি মনে করি, ২০টি খেলাই যথেষ্ট। যদি আমরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করতে পারি, এটিই মূল বিষয় যা আমরা ফোকাস করছি। টিম ম্যানেজমেন্ট হিসেবে আমরা বুঝতে পারি যে, আমরা কোন খেলোয়াড়দের উপর ফোকাস করতে চাই। যদি আমাদের স্পষ্টতা থাকে, তবে আমি মনে করি ২০টি খেলা যথেষ্ট। আমরা সব সময়েই ৫০ ওভারের একটি ভালো ফরম্যাটের দল। শুধু কিছু ক্ষেত্রে আরও ভালো ভাবে নিজেদের তৈরি করার জন্য ২০টি ম্যাচই যথেষ্ট।’
For all the latest Sports News Click Here