‘জোম্যাটো ডেলিভারি এক্সিকিউটিভ লাগছে’, দীপিকাকে লাল পোশকে দেখে মন্তব্য নেটিজেনের
শনিবার সক্কাল সক্কাল মুম্বই বিমানবন্দরে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাথা থেকে পা পর্যন্ত টুকটুকে লাল পোশাকে দেখা মেলে বলি ডিভার। ব্যক্তিগত গাড়িত থেকে মুম্বই বিমানবন্দরে পা রাখতেই, পাপারাৎজিদের তাক করে থাকা ক্যামেরা দেখে হাসিমুখে পোজ দেন অভিনেত্রী।
দীপিকার এই ভিডিয়ো ইনস্টাগ্রামে এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা। নেটমাধ্যমে অনেক ভক্তই দীপিকার এই পোশাক দেখে জোম্যাটো ডেলিভারি এক্সিকিউটিভের সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘জোম্যাটো ডেলিভারি এক্সিকিউটিভ লাগছে।’ এ দিন পাপারাৎজিদের জন্য পোজও দেন দীপিকা। অভিনেত্রীকে লাল সোয়েটার এবং উজ্জ্বল লাল রঙের লেদারের প্যান্ট পরে দেখা গিয়েছে। সঙ্গে লাল টুপি পরেছেন। খোপা করে চুল বাঁধা এবং হাতে লাল-সাদায় হ্যান্ড ব্যাগ নিয়েছেন।
কিছু ভক্ত তার স্বামী-অভিনেতা রণবীর সিংয়ের অদ্ভুত ফ্যাশনের কথাও উল্লেখ করেছেন। কেউ কেউ তাঁর লুকের প্রশংসা করেছেন।
অভিনেত্রী দীপিকাকে শাহরুখ এবং জন আব্রাহামের সঙ্গে পরবর্তীতে ‘পাঠান’-এ দেখা যাবে। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। প্রসঙ্গত, এই নিয়ে চার নম্বর ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা আর শাহরুখ। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’-এ তাঁদের দেখা গিয়েছে জুটিতে।
হৃতিক রোশনের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘ফাইটার’। দীপিকা প্রভাসের বিপরীতে নাগ অশ্বিনের সাই-ফাই সিনেমা প্রজেক্টেও কাজ করছেন।
For all the latest entertainment News Click Here