জোড়া লজ্জা ‘উপহার’ ভারতের, হরমনপ্রীতদের বেধড়ক পেটানিতে হাহাকার ইংল্যান্ডের
একজনের বেধড়ক মার। আর তাতেই বোলিংয়ের নিরিখে একই ম্যাচে লজ্জার নজির গড়লেন ব্রিটিশরা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে একদিনের মহিলা ক্রিকেটের ইতিহাসে একই ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার তালিকার শীর্ষে উঠে এলেন ফ্রেয়া ক্যাম্প। বুধবারের ম্যাচেই ৭৯ রান খরচ করে সেই লজ্জার তালিকায় দু’নম্বরে থাকলেন লরেন বেল।
আরও পড়ুন: Harmanpreet Kaur Brilliant Batting: শেষ ১১ বলে ৪৩ রান, ডট বল মাত্র একটা – ইংল্যান্ডকে একা হাতে ধ্বংস করলেন হরমন
বুধবার ভারতের বিরুদ্ধে ১০ ওভারে এক উইকেট নিয়ে ৮২ রান দেন ক্যাম্প। ইংল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্সের পর বুধবার একদিনের ক্রিকেটে অভিষেক হয় ১৭ বছরের বাঁ-হাতি পেসারের। অভিষেক ম্যাচেই লজ্জার তালিকার শীর্ষে উঠে আসেন। অথচ তাঁর শুরুটা ভালো হয়েছিল। প্রথম আট ওভারে ৩৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। কিন্তু পরের দু’ওভারে ৪৫ রান দেন। ৪৮ তম ওভারে ওঠে ২৬ রান। ৫০ তম ওভারে ১৯ রান দেন। বেশিরভাগ রানটাই করেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর।
(IND vs ENG 2nd ODI Live: জুটি ভাঙলেন রেনুকা, ছিটকে দিলেন ড্যানি ওয়াটের স্টাম্প)
তবে শুধু ক্যাম্প নয়, ভয়ঙ্কর অবস্থা হয় বেলেরও। ১০ ওভারে এক উইকেট নিয়ে ৭৯ রান খরচ করেন ইংল্যান্ডের পেস বোলার। তবে কেম্পের মতো হরমনের বেদম প্রহারের মুখে পড়েননি বেল। বরং দিনের প্রথম ওভারেই ১২ রান খরচ করেন। তারপর অবশ্য কিছুটা প্রত্যাবর্তন করেছিলেন। পাঁচ ওভার বল করে ৩০ রানের বেশি খরচ করেননি। কিন্তু ষষ্ঠ ওভার থেকে যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ে। ভারতীয় মারে ন’ওভারে ৭৬ রান খরচ করে ফেলেন। শেষ ওভারে তাও মাত্র তিন রান হজম করায় লজ্জার তালিকার শীর্ষে থাকতে হয়নি বেলকে।
For all the latest Sports News Click Here