‘জোকার’ মর্গ্যানের থেকে ১০০% বেশি মূল্যবান শাকিব, প্লে-অফে খেলাতেই হবে, উঠল দাবি
অবিলম্বে ইয়ন মর্গ্যানকে বাদ দেওয়া হোক। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রথম একাদশে রাখা হোক শাকিব আল হাসানকে। আইপিএলের প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচের আগে এমনই দাবি তুললেন কেকেআরের একদল সমর্থক। বাংলাদেশের মানুষজন তো ‘জোকার’ মর্গ্যানকে বয়কটেরও দাবি তুলেছেন।
সোমবার শারজায় বিরাট কোহলিদের বিরুদ্ধে ‘এলিমিনিটরে’ নামবে কেকেআর। সেই ম্যাচের আগে শনিবার কেকেআরের ফেসবুকে শাকিবের প্রস্তুতির ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে প্লে-অফের জন্য নাইট ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তারইমধ্যে শাকিবকে খেলানোর দাবি তোলা হয়েছে। ‘জোকার’ মর্গ্যানকে বয়কটেরও ডাক নিয়েছেন নেটিজেনদের একাংশ।
তেমনই এক নেটিজেন বলেছেন, ‘নেটে অনুশীলন করে কী লাভ? মর্গ্যানের থেকে ১০০ শতাংশ বেশি মূল্যবান শাকিব। ম্যাচে মর্গ্যানের ভূমিকা ঠিক কী? শাকিবের প্রতিভার সঙ্গে অবিচার করছে কেকেআর।’ অপর একজন বলেন, ‘বিশ্বকাপে (উপেক্ষার) জবাব দেবেন শাকিব। যদি আবারও মর্গ্যান শাকিবকে উপেক্ষা করেন, তাহলে তোমরা হাড়ে-হাড়ে টের পাবে।’ একজন তো মর্গ্যানকে ‘জোকার’ বলে বয়কটের ডাক দিয়েছেন।
এমনিতে এবার আইপিএলে নিলামে নিজেদের ‘লাকি চার্ম’ শাকিবকে দলে নিয়েছে কেকেআর। চতুর্থ বিদেশি হিসেবে নারিনের সঙ্গে তাঁর মূলত লড়াই ছিল। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে বাংলাদেশি তারকাকে প্রথম একাদশেও রেখেছিল নাইট ব্রিগেড। তাতে অবশ্য শাকিবের তেমন আহামরি পারফরম্যান্স ছিল না। সেইসময় সার্বিকভাবে কেকেআরের দলগত পারফরম্যান্সও বাজে ছিল। তবে চতুর্থ ম্যাচ থেকে বাদ পড়েছিলেন শাকিব। অনেকে আশা করেছিলেন, সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে আবারও দলে ফিরবেন তিনি। কিন্ত তা হয়নি। এমনকী আন্দ্রে রাসেল চোট পাওয়ার পরেও শাকিবকে দলে নেওয়া হয়নি। টিম সেইফার্টকে পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে শাকিবের অভাব টের পাওয়ার পর বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে প্রথম একাদশে রেখেছিল কেকেআর। নিজের জাতও চিনিয়ে দেন শাকিব। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ২০ রানের বিনিময়ে এক উইকেট নেন। সঙ্গে দুর্দান্ত থ্রোয়ে আউট করেন কেন উইলিয়ামসনকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ওভারেই উইকেট তুলে নেন। অন্যদিকে, গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে ছিটেফোঁটা ফর্মে নেই মর্গ্যান। ১৪ ম্যাচে করেছেন মাত্র ১২৪ রান। গড় মাত্র ১২.৪।
For all the latest Sports News Click Here