‘জোকার-এর মতো’, অনুপমের অভিনয়ের সঙ্গে অস্কারজয়ী হিথ লেজার-এর তুলনা নেটিজেনের!
শুক্রবারই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর থেকেই বক্স অফিসে কাঁপাচ্ছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। প্রতিদিনই উত্তরোত্তর ব্যবসা বাড়ছে এই ছবির। দর্শক তো বটেই ছবি সমালোচকদের মুখেও তারিফ শোনা গিয়েছে এই ছবির।মুক্তির চার দিনের মধ্যেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বক্স অফিস কালেকশন ৪২.২০ কোটি টাকা। তরণ আদর্শের মতো প্রখ্যাত ফিল্ম ট্রেড আ্যানালিস্টও টুইট করে জানিয়েছেন, অসাধারণ ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস। ছবিতে প্রশংসিত হয়েছে অনুপম খেরের অভিনয়ও।
এতটাই যে নেটপাড়ায় অভিনেতার এক ফ্যান প্রয়াত হলি-অভিনেতা হিথ লেজার অভিনীত ‘জোকার’ চরিত্রটির সঙ্গে ‘ দ্য কাশ্মীর ফাইলস’-এ অনুপম অভিনীত চরিত্র ‘পুষ্কর নাথ’-এর তুলনা পর্যন্ত টেনেছেন। ওই পোস্টে ‘দ্য ডার্ক নাইট’ ছবিতে জোকাররূপী হিথ লেজারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অনুপমের ছবিও। পাশাপাশি লেখা হয়েছে ,’এমন কিছু পারফর্মেন্স যা সারাজীবন মনে রেখে দেবে গোটা বিশ্ব।’ প্রসঙ্গত, ‘দ্য ডার্ক নাইট’ ছবিতে জোকাররূপী হিথ লেজারের অভিনয় জায়গা পেয়েছে বিশ্ব সিনেমার ইতিহাসে। বলা হয়, ওই চরিত্রে তাঁর সেই অভিনয়, সিনেমার ইতিহাসে অন্যতম সেরা অভিনয়।
বলাই বাহুল্য, এহেন প্রশংসা শুনে মন ভরেছে অনুপমের। সেই পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, অজ্ঞাত ব্যক্তিদের প্রশংসা সবসময়ই তাঁর কাছে স্পেশ্যাল। কারণ সেই সব প্রশংসার মধ্যে কোনও স্বার্থ থাকে না। থাকে শুধু সত্যি কথা। তাই এই প্রশংসা পেয়ে তিনি দারুণ খুশি হয়েছেন। তাঁর সেই ‘অজ্ঞাত বন্ধু’-কে ধন্যবাদও জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ অনুপমের অভিনয়ের তারিফ অক্ষয় কুমারও করেছেন টুইটারে।
প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার যে ইতিহাস, তার উপরেই ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যে গুজরাতে এই ছবির উপর থেকে কর মকুব করা হয়েছে। অনুপম ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার।
For all the latest entertainment News Click Here