জেসন রয়ের মতো প্লেয়ারকে ছাড়লেও, মূল দল ধরে রাখল IPL চ্যাম্পিয়ন GT, দেখুন তালিকা
আইপিএলের আসন্ন মিনি নিলামকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। কোন দল কাকে রেখে দিল, কাকে ছেড়ে দিল, তা নিয়ে চলছে জোর আলোচনা। ২০২৩ আইপিএলের মিনি নিলামের আগে অবশ্য ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে জমা দিতে হবে কোন কোন প্লেয়ারদের তারা ধরে রাখতে চলেছে, বা কাদের ছেড়ে দেবে সেই তালিকা।
নতুন দল হিসেবে নিজেদের প্রথম বছরেই ট্রফির স্বাদ পেয়েছে গুজরাট টাইটান্স। ২০২৩-এর সাফল্য ধরে রাখাই এখন তাদের একমাত্র লক্ষ্য। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিজেদের দ্বিতীয় বছরে দ্বিতীয় ট্রফির লক্ষ্যে ঝাঁপাতে মূল দলটাকেই ধরে রাখল গুজরাট। তাদের দাবি, যেহেতু আইপিএলে ২০২২-এ সব কিছু ঠিকঠাক কাজ করেছে, তাই টিমে বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। মোট ১৭ জন ক্রিকেটারকে রিটেন করেছে গুজরাট টাইটান্স।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে ব্র্যাভো সহ ৮জনকে ছেঁটে ফেলল CSK,থাকলেন জাদেজা, জানুন পুরো তালিকা
তবে ইতিমধ্যেই গুজরাট থেকে ট্রেডিং পদ্ধতিতে কেকেআর-এ গিয়েছে পেসার লকি ফার্গুসন। দল ছেড়েছেন এবং রহমানুল্লাহ গুরবাজও। জেসন রয়ও এই বছর দলে থাকছেন না। তবে ফের শক্তিশালী প্রত্যাবর্তন করতে আশাবাদী চ্যাম্পিয়ন টিম গুজরাট। তাদের হাতে এখনও রয়েছে ১৯.২৫ কোটি টাকা। তাই দল আরও মজবুত করতে ঝাঁপাবে হার্দিক পান্ডিয়ার টিমের কর্তৃপক্ষ।
গত বছর হার্দিকের নেতৃত্বে প্রথম বার আইপিএল খেলে গুজরাট। আর প্রথম বারেই তারা বাজিমাত করে। আইপিএল টেবলের এক নম্বর দল হিসেবে তারা শেষ করে। সেই সঙ্গে চ্যাম্পিয়নের মুকুটও ওঠে তাদের মাথায়।
আরও পড়ুন: শুধু পোলার্ড নয়, দল নতুন করে সাজাতে ঝেঁটিয়ে বোলারদের বিদায় করল MI! দেখুন তালিকা
আইপিএল ২০২৩-এর জন্য গুজরাট টাইটান্স যে সমস্ত প্লেয়ারদের ধরে রেখেছে, তার সম্ভাব্য তালিকা:
শুভমান গিল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, অভিনব মনোহর, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, বিজয় শঙ্কর, আর সাই কিশোর, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, নূর আহমেদ, দর্শন নালকান্দে, প্রদীপ সাংওয়ান।
আইপিএল ২০২৩-এর জন্য গুজরাট টাইটান্স যে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, তার তালিকা:
রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, জেসন রায়, বরুণ অ্যারন।
For all the latest Sports News Click Here