‘জুলু কাকু জায়গা কোথায়?’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর ঝলক দেখেই খেপল দর্শক
ফের নতুন সিরিয়াল আসছে স্টার জলসার পর্দায়। এবার পিরিয়ড ড্রামা নিয়ে হাজির করছে চ্যানেল কর্তৃপক্ষ। নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। সদ্য সামনে এসেছে এই সিরিয়ালের অ্যানিমেটেড টিজার। ব্রিটিশ ভারতের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে। কেমন হবে এই প্রেমের গল্প?
বিংশ শতাব্দীতে বাংলা উত্তাল স্বদেশি আন্দোলনের জেরে। এর মাঝে গড়ে ওঠা দস্যিপনা আর ভালোবাসার গল্প ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। কিশোর বয়সের প্রেমর গল্প উঠে আসবে ধারাবাহিকে। প্রসঙ্গত তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর ছোঁয়া থাকবে এই সিরিয়ালে এমনটাই ধারণা নেটিজেনদের। অন্তত সিরিয়ালের প্রেক্ষাপট সেই ইঙ্গিতই দিচ্ছে।
টিজারে একেবারেই স্পষ্ট নয় মুখ্য ভূমিকায় কাদের দেখা যাবে। তবে এই রোম্যান্টিক পিরিয়ড ড্রামার জুটি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকের ধারণা শন বন্দ্যোপাধ্যায়কে নায়কের ভূমিকায় দেখা যাবে। কারুর মতে রোহন ভট্টাচার্য অর্থাৎ ভাসান বাপি হবে জলসার নতুন নায়ক। নায়িকার চরিত্রে কারা থাকবে সেই নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে। এর মধ্যে যে তিন নাম চর্চায়, সেটি হল দিতিপ্রিয়া রায়, নবনীতা দাস এবং সুস্মিলি আচার্য।
জলসায় আগামী মাসের গোড়াতেই শুরু হচ্ছে ‘পঞ্চমী’। এখনও ঘোষণা হয়নি তিয়াসা-নীলের আসন্ন মেগা ‘বাংলা মিডিয়াম’। এর মাঝেই ফের নতুন সিরিয়ালের প্রোমো দেখে হতবাক দর্শক। কারণ কোন মেগা বন্ধ হবে, কার স্লট পালটাবে তা ভেবেই উঠতে পারছেন না কেউ। জলসার কোনও স্লট আপাতত খালি নেই, সুতরাং নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’কে জায়গা করে দিতেই নয় চলতি সিরিয়াল বন্ধ হবে কিংবা দুপুরের স্লটে ঠেলে দেওয়া হবে। আর মাঝে ফের নতুন মেগা! তাই ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর টিজার দেখে ট্রোলিং শুরু হয়েছে ফেসবুকে। কেউ লিখেছেন, ‘আবার নতুন সিরিয়াল! জায়গা কোথায়?’ অপর একজন লেখেন- ‘আরে জুলু কাকু আর কত সিরিয়াল আনবে? গুঁজবে কোথায়?’ অপর এক দর্শক লেখেন- ‘আরো সিরিয়াল নিয়ে আসো জুলু সোনা। মাত্র তিনটে আনলে? অন্তত ৩০ টা আনতে পারতে’।
For all the latest entertainment News Click Here