‘জুনিয়রের অধীনে খেলতে হলে ইগো ছাড়তে হবে কোহলিকে’, সাফ জানিয়ে দিলেন কপিল দেব
বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর ভারতীয় ক্রিকেটে বড় প্রশ্ন, কে হবে টেস্ট দলের অধিনায়ক? এই নিয়ে নানা জল্পনার মাঝে কপিল দেব একটি বড় বিষয়ে আলোকপাত করেছেন। তিনি কোহলিকে সৎ পরামর্শ দিয়েছেন। বলেছেন, কোনও জুনিয়র ক্রিকেটারের অধীনে খেলতে হলে আগে কোহলিকে ইগো ত্যাগ করতে হবে। পাশাপাশি ৮৩’র বিশ্বকাপজয়ী কোচ এ কথাও জানাতে ভোলেননি, কোহলির মতো একজন বড় মাপের ব্যাটসম্যানকে ভারত কোনও ভাবেই হারাতে পারবে না।
মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল দাবি করেছেন, ‘বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে আমি স্বাগতম জানাচ্ছি। টি-২০ ক্যাপ্টেনসি ছাড়ার পর থেকেই দেখছি বিরাট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি ওকে দেখে মনে হয়েছে যে, ও রীতিমতো টেনশনে আছে, বোঝাই যাচ্ছিল প্রচুর চাপে রয়েছে। বিরাট মানুষ হিসাবে যথেষ্ট পরিণত। আমি নিশ্চিত যে, অনেক ভেবেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কোহলি, হয়তো বিরাট ওর অধিনায়কত্ব উপভোগ করছিল না। এখন ওকে আমাদের সমর্থন করতে হবে, ওর জন্য শুভকামনা রইল আমার।’
এর পাশাপাশি কপিল কিন্তু সতর্ক করেছেন কোহলিকে। তিনি বলেছেন, ‘সুনীল গাভাসকর আমার ক্যাপ্টেনসিতে খেলেছে, আমি আবার শ্রীকান্ত আর আজহারউদ্দিনের অধীনে খেলেছি। আমার কিন্তু কোনও ইগো ছিল না। বিরাটকে নিজের ইগো ছেড়ে এক তরুণ ক্রিকেটারের অধীনেই খেলতে হবে। এটা শুধু ওকেই না, ভারতীয় ক্রিকেটকেও সাহায্য় করবে। বিরাট নতুন ক্যাপ্টেনকে গাইড করবে। আমরা বিরাটের মতো ব্য়াটারকে কোনও ভাবেই হারাতে পারব না।’
For all the latest Sports News Click Here