‘জুনিয়রদের সামলাতে পারেন’, কোহলি পরবর্তী অধিনায়ক হিসেবে কার কথা বললেন স্টেইন!
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্যাটের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে চলেছেন বিরাট কোহলি। এ কথা তিনি ঘোষণাও করে দিয়েছেন। আর কোহলি পরবর্তী অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম এক প্রকার ঠিক হয়েই রয়েছে। যদিও সরকারি ভাবে এখনও কোনও ঘোষণা হয়নি। তবু এই নিয়ে বিশ্ব ক্রিকেট মহলে চর্চা রয়েছে। অনেকেরই আবার রোহিতকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটের অধিনায়ক হিসেবে পছন্দ নয়। তাঁর জায়গায় অনেক নামই ভেসে আসছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেইন অবশ্য মনে করেন, টি-টোয়েন্টিতে কোহলি পরবর্তী অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকেই বেছে নেওয়া উচিত। কারণ জুনিয়র ক্রিকেটারদের খুব ভাল সামলাতে পারেন হিটম্যান।
স্পোর্টস টকে স্টেইন বলেওছেন, ‘আইপিএলে যদি দেখেন, কত প্লেয়ারই রয়েছে। সূর্যকুমার যাদব রয়েছে, যে নিজেকে এই জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারবে। ঋষভ পন্তকে পাওয়া গিয়েছে, যার পারফরম্যান্স দেখে ভাল লাগছে। আরও অনেক প্লেয়ারই রয়েছে… (শ্রেয়স) আইয়ার, রোহিত (শর্মা)। ওরা প্রত্যেকেই এই কাজটা করতে পারবে। কিন্তু দায়িত্বটা পুরো ছাড়তে হবে। এবং তাঁর উপর নির্ভর করতে হবে। ভারত অবশ্য এ রকম দায়িত্ব পুরোপুরি ছেড়ে দিয়ে থাকে। একজন অধিনায়কের উপর নির্ভর করেই যাবতীয় দায়িত্ব ভারত দিয়ে থাকে। এবং যাদের উপর দায়িত্ব দেওয়া হয়, তারাও নিজেদের কাজটা ঠিক করে পালন করেন।’
এরই সঙ্গে স্টেইন যোগ করেছেন, ‘অনেক ক্রিকেটারই রয়েছে, যাদের মধ্যে থেকে অধিনায়ক বেছে নেওয়া যেতে পারে। আমার মনে হয়, এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে ভল বিষয় হল, বহু তরুণ খেলোয়াড় উঠে আসছে, এবং তারা সবাই বিশ্বমানের খেলোয়াড়। মহম্মদ সিরাজ, ঋষভ পন্ত, প্রত্যেকেই আন্তর্জাতিক পর্যায়ে খুব ভালো করছে। তবে রোহিতকেই অধিনায়কত্ব দেওয়া উচিত। ও অনেকগুলো আইপিএল জিতেছে, ভাল অধিনায়কও। রোহিতকে অধিনায়ক করা হলে, সেটা কিন্তু একটি অসাধারণ সিদ্ধান্ত হবে। কারণ ওর সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের সম্পর্ক ভাল।’
For all the latest Sports News Click Here