জুতোর ছবি শেয়ার করলেন স্পিডস্টার বুমরাহ, কীসের ইঙ্গিত?
মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং ভারতের পেসার জসপ্রীত বুমরাহ চোটের জন্য আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন। এমন কী তিনি ২০২৩ আইপিএলেও খেলতে পারেননি। তবে তাঁকে এই বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপে খেলানোর জন্য মরিয়া বিসিসিআই। আর সেই সম্ভাবনায় ইতিবাচক মেসেজ দিয়েছেন জসপ্রীত বুমরাহ নিজে।
৭ জুন থেকে লন্ডনের ওভালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। তার আগে বুমরাহ নিজের দ্রুত সুস্থ হওয়ার খবর দিয়েছেন।
আরও পড়ুন: কোহলির কাছে কি ক্ষমা চেয়েছেন নবীন? আসল সত্যি প্রকাশ করলেন আফগান তারকা
স্পিডস্টার তাঁর স্পোর্টস জুতোর একটি ছবি শেয়ার করেছেন। ইঙ্গিত দিয়েছেন যে, তিনি দীর্ঘ ব্যবধানের পরে তাঁর বোলিং পুনরায় শুরু করতে প্রস্তুত। বুমরাহ পোস্টটির ক্যাপশন দিয়েছেন, ‘হ্যালো ফ্রেন্ড, আবার দেখা হবে।’
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডে বুমরাহের পিঠের নীচের দিকে সফল অস্ত্রোপচার করা হয়। ডানহাতি পেসারকে অস্ত্রোপচারের পর ছয় সপ্তাহের জন্য অর্থাৎ মে মাসের শেষ পর্যন্ত রিহ্যাবের পরামর্শ দেওয়া হয়েছিল। ভারতীয় দলের এই তারকা পেসার যাতে ওডিআই বিশ্বকাপের আগে সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাই অনবরত করছে বোর্ড। তবে সেই চেষ্টা করতে গিয়ে বাড়তি ঝুঁকি নিতে রাজি নন বিসিসিআই কর্তারা।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে দলের বাইরে বুমরাহ। আসলে ২৯ বছরের তারকা প্রথমে অগস্টে তাঁর পিঠে চোট পেয়েছিলেন। যার ফলে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ, বর্ডার-গাভাসকর ট্রফি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করেছেন বুমরাহ। খেলতে পারেননি ২০২৩ আইপিএলেও।
আরও পড়ুন: IPL 2023-এ রোহিতের পারফরম্যান্স পাতে দেওয়ার নয়, ফুরিয়ে গিয়েছেন MI অধিনায়ক?
রিহ্যাব শুরু করে দিলেও, কবে তিনি মাঠে ফিরবেন, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। বুমরাহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না। তবে বিসিসিআই বুমরাহের ক্ষেত্রে ফোকাস করেছে, শুধুমাত্র ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপকে। তার আগে তারকা পেসারকে সুস্থ করে তুলতে চাইছে তারা।
১৫ এপ্রিল প্রকাশিত বুমরাহ সম্পর্কে বিসিসিআইয়ের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ‘জসপ্রীত বুমরাহ নিউজিল্যান্ডে তাঁর পিঠের নীচের অংশে অস্ত্রোপচার করেছেন, যা সফল হয়েছে এবং তাঁর এখন ব্যথাও নেই। ফাস্ট বোলারকে বিশেষজ্ঞরা অস্ত্রোপচারের ছয় সপ্তাহ পরে রিহ্যাব শুরু করার পরামর্শ দিয়েছিলেন এবং সেই অনুযায়ী, বুমরাহ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) তাঁর রিহ্যাব শুরু করবে।’
For all the latest Sports News Click Here