জীবনে ১ কোটি বল দেখেছি, তবে এমন শট কখনও দেখিনি! সূর্যের ছক্কায় অবাক টম মুডি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসরে অর্থাৎ আইপিএল ২০২৩-এর ৫৭তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস। সেই ম্যাচেই মুম্বই-এর ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারে মহম্মদ শামির বলে দারুণ একটা ছক্কা মারেন সূর্যকুমার যাদব। যা দেখে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি অবাক হয়ে গিয়েছিলেন। টম মুডি বলেছেন যে তিনি তাঁর পুরো জীবনে কোনও ব্যাটসম্যানকে এমন শট খেলতে দেখেননি।
শুক্রবার ওয়াংখেড়ে মাঠে আইপিএল ২০২৩-এর ৫৭তম ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স (MI) খেলার সময় সূর্যকুমার যাদব ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।
আরও পড়ুন… টি২০-র ইতিহাসে নবম উইকেটে রশিদ-জোসেফকে টেক্কা দিয়েছে মাত্র একটি জুটি
সূর্যকুমার তাঁর ১০৩ রানের ইনিংস খেলার সময়ে অনেকগুলি ভিন্ন ধরনের শট খেলেছিলেন। তিনি ৩৬০ ডিগ্রি শট খেলেছিলেন। কিন্তু মহম্মদ শামির বিরুদ্ধে ১৯তম ওভারে তাঁর ছয়টি অনেককে অবাক করে দিয়েছিল। এই শটটি এমনকি সচিন তেন্ডুলকরকেও এতটাই প্রভাবিত করেছিল যে তিনি ডাগআউটের কাছে বসে এটি অনুকরণ করার চেষ্টা করেছিলেন।
এই শট দেখে টম মুডি বলেছেন তিনি তাঁর জীবনে এরকম শট কখনও দেখিনি। ESPNcricinfo-এর সঙ্গে কথা বলার সময়, টম মুডি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানের প্রশংসা করেন এবং তিনি বলেন, ‘সেই নির্দিষ্ট বলের দিকে তাকিয়ে, আমার মনে হয় আমি আমার জীবনে কখনও এমন উল্লম্ব ব্যাট হাতে থার্ড ম্যানের দিকে ছয় মারতে দেখিনি। আড়াআড়ি ব্যাটে ছক্কা দেখেছি, থার্ডম্যানের ওপর দিয়ে ছক্কা মারতে দেখেছি। কিন্তু উল্লম্ব ব্যাট দিয়ে ব্যাটের মাঝখানে ছক্কা মারতে দেখিনি, এমনকি মোটা প্রান্ত থেকে বল উড়তেও দেখেছি। কিন্তু এরকম কিছু দেখিনি কখনও।’
আরও পড়ুন… এমিলিও-র জোড়া গোল, অ্যাটলেটিকো মাদ্রিদের ছোটদের কাছে ০-৪ ব্যবধানে হারল ভারতের অনূর্ধ্ব-১৭ দল
এই শটকে আরও বিশ্লেষণ করেছেন প্রাক্তন অজি তারকা। সূর্যকুমার যাদবের ছয়টিকে খুব বিশেষ বলে বর্ণনা করে টম মুডি বলেছিলেন, ‘আমি অবশ্যই ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে আমার জীবনে প্রায় এক কোটি বল দেখেছি, তবে আমি এর আগে এমন কিছু দেখিনি। এটা সম্পূর্ণ বিশেষ ছিল। এটা তার মনে ছিল, কিন্তু অন্য কারোর মাথায় ছিল না যে সে এমন কিছু করতে পারে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্স এর মধ্যে খেলা এই ম্যাচে, সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে গুজরাট টাইটানসের সামনে ২১৯ রানের বড় লক্ষ্য রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যার জবাবে হার্দিক পান্ডিয়ার দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রান সংগ্রহ করে এবং ম্যাচটি ২৭ রানে গুজরাট হেরে যায়। তবে এদিন দারুণ পারফর্ম করেছিলেন গুজরাট টাইটানসের অলরাউন্ডার রশিদ খান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here