জীবনে টাংরি কাবাব নয়, আলিয়ার মতো ‘ডাল-ভাত-তরকাই সেরা’ বললেন ‘বিবাহিত’ রণবীর
বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বর্তমানে লন্ডনে প্রথম হলিউড ছবি ‘দ্য হার্ট অফ স্টোন’-এর শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া। অন্যদিকে, আজই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের আসন্ন সিনেমা ‘শামশেরা’-র ট্রেলার।
রালিয়ার বিয়ের পর প্রায় দু’মাস কেটে গিয়েছে। অভিনেত্রী নীতু কাপুর ছেলে রণবীরের বিয়ে এবং পুত্রবধূ আলিয়াকে একাধিকবার কথা বলেছেন। কিন্তু রণবীর তার বিয়ে নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি। শুক্রবার মুম্বইয়ে ‘শামশেরা’র ট্রেলার লঞ্চে এসে স্ত্রী আলিয়াকে নিয়ে মুখ খুলেছেন রণবীর। আরও পড়ুন: Shamshera Trailer: প্রথমবার ডবল রোল, ডাকাতের বেশে মারকাটারি রণবীর কাপুর! শুধুই ‘আই ক্যান্ডি’ বাণী
৪৫ দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে রণবীরের দুটি বড় ছবি
এ বিষয় কথা বলতে গিয়ে রণবীর বলেন, ‘মাত্র ৪৫ দিনের ব্যবধানে আমার দুটি ছবি ‘শমশেরা’ ও ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য ভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয় সেইটা আমি জানি না, কারণ দুটিই মুক্তি পাচ্ছে ৪৫ দিনের মধ্যে।’
রণবীর কাপুর বলেন, ‘আমার জন্য আলিয়ার থেকে ভালো সঙ্গী আর কেউ নয়’
অভিনেতা বলেন, ‘সিনেমা মুক্তি ছাড়াও এটা আমার জন্য একটি বড় বছর, কারণ আমি বিয়ে করেছি। আমি সবসময় বলতাম ডাল ভাত নয়, জীবনে টাংরি কাবাব দরকার। তবে অভিজ্ঞতায় বলতে পারি ডাল-ভাত ছাড়া আর কিছুই ভালো নয়। আলিয়া আমার জন্য ডাল-ভাত-তরকা, সঙ্গে আচার, ও-ই সব। ওর থেকে ভালো সঙ্গী কেউ হতে পারবে না আমার জীবনে।’
‘শামশেরা’ নিয়ে উচ্ছ্বসিত আলিয়া
রণবীর বলেছিলেন, আলিয়াও তাঁর ছবিটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তবে স্বামী রণবীরের মুখে নিজের প্রশংসা শুনে আলিয়া যে খুশি হবেন, তা বলাই যায়।
For all the latest entertainment News Click Here