‘জীবনে এগোতে চাই’, ক্ষমা চেয়ে খোলা চিঠি নওয়াজকে, ইনস্টাগ্রাম থেকে উধাও আলিয়া
মাত্র কয়েকমাস আগেও নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকিকে (Aaliya Siddiqui) নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছিল। যদিও এখন সেটা খানিক স্তিমিত। তবুও মাঝে মধ্যেই তাঁরা নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন। আবারও সেই একই ঘটনা ঘটল।
নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকি তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। সেভাবে উত্তর না দিলেও মাঝে মধ্যে মোটেই পাল্টা অভিযোগ বা জবাব দিতে ছাড়েননি অভিনেতাও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি চলেছে। আলিয়া তো নওয়াজ এবং তাঁর মায়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন। অন্যদিকে অভিনেতাও তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। ফলে গোটা বিষয়টা নিয়ে জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল।
যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে নওয়াজ বলেছেন তিনি এখন কোনও কিছুতেই উত্তর দেবেন না। কেউ তাঁকে এসে চড় মেরে গেলেও তিনি চুপ থাকবেন। এমনকি কেউ যদি তাঁকে ভুল বোঝেন তাহলেও তিনি কিছু বলবেন না। কারণ তিনি বিশ্বাস করেন সময় সবটা প্রমাণ করে দেবে। তাঁর এখন আপাতত একটাই লক্ষ্য সেটা হল কাজ।
আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘জাগিরা সারা রা রা’। তারপর পাইপলাইনে আছে ‘হাড্ডি’, ‘চেহরা নূরানি’র মতো একাধিক ছবি। এর মধ্যেই আলিয়ার মুখে উল্টো সুর শোনা গেল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অভিনেতা এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইলেন আলিয়া। তারপরই আচমকা উধাও হয়ে গেলেন ইনস্টাগ্রাম থেকে। খুব সম্ভবত তিনি তবে অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন।
আলিয়া তাঁর চিঠিতে লেখেন যে তিনি নওয়াজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তিনি প্রত্যাহার করে নিতে চান। তিনি তাঁর চিঠিতে লেখেন, ‘নমস্কার নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমাদের মধ্যে গত কয়েক মাসে যা যা হয়েছে আমি সেইসব ভুলে জীবনে এগিয়ে যেতে চাই। আমি জানি জীবন মানেই এগিয়ে যাওয়া। আমি এখন সেটাই করতে চাই। ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে। আমি তাই তোমার থেকে ক্ষমা চাইছি। তোমাকেও আমি ক্ষমা করে দিলাম। আমি জীবনের পথে এগিয়ে যেতে চাইছি। আমি শপথ নিলাম অতীতে যে ভুল করেছি সেটা আর করব না। আমাদের সন্তানদের একটা সুস্থ, ভালো জীবন দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়বার আর এই ভুল করব না আমি। আমি বুঝেছি অতীতের জালে আটকা থাকা মানে চক্রব্যূহর মধ্যে বন্দি থাকা।’
তিনি তাঁর পোস্টে অভিনেতার জন্য আরও বার্তা লেখেন। তিনি লেখেন, ‘আশা করি এতদিন যেমন সব কর্তব্য করে এসেছ বাবা হিসেবে আগামীতেও সেটা পালন করবে। তুমি বাবা হিসেবে ভীষণই ভালো। আমি তোমার সঙ্গে যা যা করেছি সব আমাদের সন্তানদের জন্য করেছি। এখন ওরা ভালো আছে। ওদের মুখে হাসি দেখে আমি নিশ্চিন্ত হয়েছি। আমরা ভালো স্বামী স্ত্রী না হলেও আশা করছি ভালো বাবা মা হয়ে উঠতে পারব। এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুলে জীবনে এগোতে চাই। তুমি আমায় ক্ষমা করো।’
বৌদির এমন পোস্ট দেখে রীতিমত বমকে গেছেন নওয়াজউদ্দিনের ভাই শামাশ সিদ্দিকি। তিনি এই পোস্টে লিখে ফেলেন, ‘তোমার প্রোফাইল কি হ্যাক হয়েছে?’ তাঁর মতো অবাক হয়েছেন আরও অনেকেই।
আলিয়া নিজে এই পোস্ট লিখেছেন নাকি শামাশের কথা মতো কেউ তাঁর প্রোফাইল হ্যাক করে এই কথা লিখেছেন সেটার উত্তর পাওয়া যায়নি। তবে এই চিঠি লেখার পর থেকে যে আলিয়ার আর কোনও খোঁজ মিলছে না এটা স্পষ্ট।
For all the latest entertainment News Click Here