জীবনের নতুন সফর শুরু অঙ্কুশের, তার আগে পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা
সোশ্যাল মিডিয়ায় আজকাল তারকারা ভীষণই অ্যাক্টিভ থাকেন। সে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য হোক বা নিজেদের আগামী কাজের আপডেট দেওয়ার জন্য, সব কিছুর জন্যই তাঁরা এই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করেন। এই তো সম্প্রতি অভিনেতা অঙ্কুশ হাজরাও তেমন কিছু ইঙ্গিত দিলেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি তাঁর জীবনের নতুন সফর শুরু করতে চলেছেন যে সেই কথা জানালেন। একই সঙ্গে বললেন তিনি জীবনের নতুন সফরের প্রস্তুতি শুরু করলেন। পোস্ট করলেন নিজের শরীর চর্চার একটি ছবিও। সঙ্গে তিনি কী লিখলেন দেখুন।
সোশ্যাল মিডিয়ায় এদিন অভিনেতা অঙ্কুশ হাজরা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে একটি জিমে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি একটি হলুদ রঙের গেঞ্জি এবং একটি কালো শর্টস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। জিমের সরঞ্জাম এবং বেশ কিছু জলের বোতল সেখানে দেখা যায়। ওয়ার্ক আউট সেশনের মাঝেই যে তিনি এই ছবি তুলেছেন সেটা স্পষ্ট। এই ছবিটা পোস্ট করে অভিনেতা লেখেন, ‘অ্যাকশন মোড অন। আমাদের কেরিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমার কাছে আর মাত্র ৪ মাস সময় আছে। বা বলতে পারেন এটা আমার সব থেকে বড় চ্যালেঞ্জ।’
অভিনেতা তাঁর এই পোস্টে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং সুমিত শাহিলকে মেনশন করেন।
প্রসঙ্গত আগামীতে অঙ্কুশকে মির্জা ছবিতে দেখা যাবে। এই ছবির মাধ্যমেই প্রযোজক অঙ্কুশের সফর শুরু হবে। তবে আপাতত এই ছবির কাজ স্থগিত রাখতে হয়েছে কারণ ছবিটির যৌথভাবে প্রযোজনা করার কথা ছিল অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের। কিন্তু অভিনেতা নিজেই জানিয়েছেন এই দুই সংস্থার কিছু মতভেদ হওয়ার কারণে তাঁরা একত্রে এই প্রজেক্টে কাজ করবেন না।
অঙ্কুশ এই কথা জানানোর পর মির্জা ছবিটি নিয়ে নানা ধরনের গুজব ছবিতে পড়ে ইন্ডাস্ট্রিতে। অনেকে বলছেন এই ছবিটির শুটিং নাকি হয়ে গিয়েছে, অনেকে আবার বলছেন বহু অভিনেতা অভিনেত্রীদের কাছে নাকি এই ছবির শুটিং হয়ে গিয়েছে বলে ফোন গেছে। সেসব প্রসঙ্গেও সম্প্রতি অভিনেতা মুখ খোলেন। তিনি বলেন ‘ মির্জা ছবিটি নিয়ে অনেক কথা রটছে। কিন্তু আমি এটাই জানাতে চাই যে এই ছবিটির সমস্ত সত্ব আমাদের টিমের কেনা আছে। আর তাই এই ছবি সংক্রান্ত যা যা ঘোষণা করার আছে আমরাই করব। এই ছবির সমস্ত সত্ব অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর নামে রেজিস্টার্ড আছে। তাই সকলকে অনুরোধ করছি কোনও ভুয়ো খবরে পা দেবেন না।’
তবে এরপর আর মির্জা নিয়ে অঙ্কুশ নতুন করে কিছু জানাননি যে এই ছবিটি কবে মুক্তি পাবে বা কিছু। কিন্তু তাঁর এই নতুন পোস্ট থেকে আঁচ করা অবশ্যই যাচ্ছে। মনে করা যাচ্ছে সেই ছবির জন্যই তিনি জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ছবির আরও আপডেট জানতে যে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা বলাই বাহুল্য।
For all the latest entertainment News Click Here