জীবনের ঝুঁকি সত্ত্বেও আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের পার্টিতে যাননি আমির: মহাবীর জৈন
ভাবতে অবাক লাগলেও আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সঙ্গে বলিউডের যোগ বহু পুরোনো। নব্বইয়ের দশকে যখন বোম্বাই (এখন মুম্বই) জুড়ে রমরমা ছিল অন্ধকার জগতের কুখ্যাত ব্যক্তিত্বদের, তখন নাম শুনলেই শিউরে ওঠা ডনেদের অনেকেই ছিলেন বলি সুন্দরীদের প্রেমিক। নায়ক-প্রযোজকদের সঙ্গেও অপরাধজগতের বন্ধুত্বের কানাঘুষো রবাবরই ডানা মেলেছে।
সম্প্রতি প্রযোজক মহাবীর জৈন ফাঁস করলেন নব্বইয়ের দশকের বলিউডের অন্দরের অজানা কাহিনি। ‘রাম সেতু’ প্রযোজক আমির খানের ভূয়সী প্রশংসা করে জানান নিজের জীবনের ঝুঁকি রয়েছে জানা সত্ত্বেও কোনওদিন ডি-কোম্পানি দ্বারা আয়োজিত কোনও পার্টিতে পা দেননি আমির। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে মহাবীর জৈন বলেন, ‘নব্বইয়ের দশকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব ছিল। প্রত্যেক বলি তারকাকে ডনেদের আমন্ত্রণ গ্রহণ করে মধ্যপ্রাচ্যে ছুটতে হত। কিন্তু আমির ভাই (খান) নিজের জীবনের বাজি রেখেছিলেন কিন্তু কোনওদিন সেইসব পার্টির শোভা বাড়াননি। ওঁনার নিজস্ব আদর্শ রয়েছে, তাতে উনি কায়েম থেকেছেন।’
‘গুড লাক জেরি’ প্রযোজক আরও জানান, নিজের আদর্শ সম্পর্কে এতটাই সচেতন আমির যে অনেক নামা-দামী ব্র্যান্ডের প্রচার অভিযানে যোগ দিতে অস্বীকার করেছেন তিনি। মহাবীর জৈন বলেন, ‘সত্যমেব জয়তে’ শো-এর অংশ হওয়ার পর এই বদল এসেছিল আমিরের। তিনি জানান, ‘প্রায় তিন বছর ধরে ৪-৫টি ব্র্যান্ডের প্রচার করেননি আমির, যা তিনি আগে করতেন। কারণ তিনি মনে করতেন সত্যমেব জয়তে খুব সংবেদনশীল একটা শো। এবং তা চলাকালীন বিজ্ঞাপনী বিরতিতে তাঁর এমন বিজ্ঞাপন দেখানো হবে যা হাসি-ঠাট্টায় ভরা, সেগুলো ওই শো-এর গুরুত্ব কমিয়ে দেবে… তাই সে-সব কাজ হাতছাড়া করেছিলেন তিনি’।
নাম-যশ-প্রভাব-প্রতিপত্তির পিছনে কোনওদিন দৌড়াননি আমির খান, দাবি তাঁর ঘনিষ্ঠ বন্ধুর। বলিউডে রাজত্ব করবার ইঁদুর দৌড় থেকে বরাবর নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আমির, শুধু নিজের সেরাটা দিতেই আগ্রহী তিনি বলেন মহাবীর জৈন।
আরও পড়ুন-‘আমি দেবদার বোনের মতো.. তবে নিজের যোগ্যতায় কাজ পেয়েছি’, অকপট সৌমিতৃষা
প্রসঙ্গত, ‘লাল সিং চড্ডা’র ব্যর্থতার পর আপতত ছবির কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আমির। নতুন কোনও চিত্রনাট্য নিয়ে এখন ভাবনা-চিন্তা করছেন না মিস্টার পারফেকশানিস্ট। আপতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন, করছেন আত্ম-চিন্তন। সম্প্রতি এক ইভেন্টে আমির জানান, ‘মানসিকভাবে প্রস্তুত হলে তবেই নতুন ছবির কাজে হাত দেব, আপতত পরিবারকেই সময় দিতে চাই’।
For all the latest entertainment News Click Here