‘জীবনের অন্যতম সেরা জয়’, হারের মুখ থেকে ভারত ম্যাচ জিতে স্বীকার অজি অধিনায়কের
যেখানে অন্য দলগুলি অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারছিল না, সেখানে ভারত জোর টক্কর দিল। এমনই পরিস্থিতি হয়েছিল যে একটা সময় হারের মুখে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে জিতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং স্বীকার করেন, ‘এটা জীবনের অন্যতম সেরা জয়।’
বৃহস্পতিবার কেপটাউনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭২ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তারপর শুরুতেই ভারতের তিন উইকেট পড়ে গেলেও জেমিমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত কৌরের জুটিতে প্রবল চাপে পড়ে যান ল্যানিংরা। জেমিমা আউট হয়ে গেলেও ভারতকে টানতে থাকেন হরমন। কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পরই ভারতীয় ইনিংস নড়ে যায়। শেষপর্যন্ত পাঁচ রানে হেরে যায় ভারত।
আরও পড়ুন: IND W vs AUS W T20 WC: হরমনের আনলাকি আউট, আম্পায়ারের ভুল – কোন ৫ কারণে বিশ্বকাপের সেমিতে হারল ভারত?
সেই রুদ্ধশ্বাস জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার অধিনায়ক ল্যানিং বলেন, ‘আমার জীবনের অন্যতম সেরা জয়। বিশেষত তিনটি বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) নিজেদের সেরাটা উজাড় করে দিতে না পারলেও প্রত্যাবর্তন করে (যেভাবে আমরা জিতেছি, সেটা দুর্দান্ত)। আমরা আমাদের লেংথে ভুল করেছি। (ভারতীয় ব্যাটারদের) মেরে খেলার জায়গা দিয়েছি। আক্রমণাত্মকভাবে খেলছিল ভারত। তাই আমরা জানতাম যে এই রানের পুঁজি রক্ষা করাটা অত্যন্ত কঠিন হবে। কিন্তু চাপের মুহূর্তে আমরা ম্যাচটা বের করে নিয়ে গিয়েছি।’
আরও পড়ুন: Harmanpreet Kaur in IND W vs AUS W: চরম দুর্ভাগ্য হরমনের! ক্রিজের আগে ব্যাট আটকে হলেন রান-আউট, রাগে ছুড়লেন ব্যাট
হরমন যখন আউট হন, তখন জয়ের জন্য ভারতের ৩২ বলে ৪০ রান দরকার ছিল। হাতে পাঁচ উইকেট ছিল। তারপরও যেভাবে ম্যাচ হাতছাড়া করেছে ভারত, তাতে রীতিমতো হতাশ হবে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে অস্ট্রেলিয়া কেন চ্যাম্পিয়ন দল, তাও প্রমাণিত হল। ল্যানিং বলেন, ‘কয়েকবার স্নায়ুর চাপে পড়েছিলাম। কিন্তু ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে জানতাম যে জিততে গেলে ম্যাচে টিকে থাকতে হবে। আমার মতে, আমরা স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছিলাম। আমরা ভালো বোলিং না করলেও আতঙ্কিত হয়ে পড়িনি। এই ধরনের ম্যাচে আমরা জিততে চাই। ফাইনালের জন্য মুখিয়ে আছি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here