জি বাংলা সোনার সংসারে ‘সেরা জুটি’ জগদ্ধাত্রী-স্বয়ম্ভু! চটে লাল সিড-মিঠাই ভক্তরা
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে বরাবরই দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। পছন্দের ধারাবাহিক কটা পুরস্কার পেল, পছন্দের জুটি একসঙ্গে এল কি না, কেমন পোশাক পরে এল সেসব নিয়ে চর্চা শুরু হয়ে যায় অ্যাওয়ার্ডের দিন এগিয়ে আসার পর থেকেই। বৃহস্পতিবার রাতে বসেছিল জি বাংলা সোনার সংসার অ্য়াওয়ার্ড ২০২৩-এর মেইন ইভেনট। সাজুগুজু করে হাজির হয়েছিলেন জি পরিবারের সমস্ত সদস্যরা। জিতে নেন পুরস্কারও। এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও, বিজয়ীদের তালিকার একটা ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে ‘সেরা জুটি’ হিসেবে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর নাম সামনে আসতেই বিরক্ত সোশ্যাল মিডিয়ার একটা অংশ।
নেটিজেনদের কেউ কেউ মনে করছেন সিদ্ধার্থ-মিঠাই অর্থাৎ আদৃত-সৌমিতৃষার জনপ্রিয়তাকে টেক্কা দিতে কখনই পারবেন না জগদ্ধাত্রী-স্বয়ম্ভু ওরফে অঙ্কিতা-সৌমদ্বীপ। আর তাতেই জি-র উপর ক্ষোভে ফেটে পড়েছেন মিঠাই ভক্তরা। অভিযোগ উঠছে পক্ষপাতিত্বের। যদিও এদিকে আবার জগদ্ধাত্রীর দর্শকদের দাবি সিড-মিঠাই ২ বছরে নিজেদের হাতে গুণে ‘আই লাভ ইউ’ বলেছে, আর অন্য দিকে স্বয়ম্ভু বউকে সারাক্ষণ ভালোবাসা জাহির করতে থাকেন। তাই সেরা জুটি তো এদেরই পাওয়া উচিত। আরও পড়ুন: সৌরভ যেন টলি রণবীর, এক কাঁধ খোলা গাউনে শুভশ্রী, ফিল্মফেয়ারে কেমন সাজল বাকিরা!
প্রসঙ্গত, গত বছর আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল মিঠাই-এর সেটে সম্পর্ক ভালো না আদৃত আর সৌমিতৃষার। শোনা গিয়েছিল, সৌমি নাকি পছন্দ করেন আদৃতকে। এদিকে আদৃত আবার মন দিয়েছেন কৌশাম্বিকে। ফলত ত্রিকোণ প্রেমের চর্চায় মিঠাই ভক্তরাই দু ভাগে ভাগ হয়ে যায়। অনেকেরই ধারণা, এই খবরই ছাপ ফেলে গিয়েছিল সিরিয়ালের টিআরপিতে।
তবে খালি হাতে ফেরেনি মিঠাই টিম। খবর ৫খানা অ্যাওয়ার্ড পুরেছে ঝুলিতে। তবে জগদ্ধাত্রী পেয়েছে ৯টি পুরস্কার। নতুন শুরু হওয়া ধারাবাহিকদের মধ্যে নিম ফুলের মধু পেয়েছে ৪টি পুরস্কার। সেরা নায়ক-নায়িকা হয়েছে সিদ্ধার্থ আর মিঠাই। এখন শুধু ফলাফল অফিসিয়ালি সামনে আসার অপেক্ষা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here