জি বাংলার নতুন মেগা উড়ন তুবড়ির কোপ পড়ল কোন দুই ধারাবাহিকে? হতে পারে বড় রদবদল
গত সপ্তাহেই জি বাংলার তরফে তাঁদের নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। তিন বোন ও তাঁদের মায়ের লড়াইয়ের গল্প থাকবে এতে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তুবড়ির ডায়লগ, ‘আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’। আর তুবড়ির এই আগুনেই জ্বলতে চলেছে দুই ধারাবাহিক। খুব জলদি তাদের ভাগ্য নির্ধারণ হবে।
জানা যাচ্ছে ৯.৩০ টার স্লটে ঢুকতে চলেছে ‘উড়ন তুবড়ি’। বর্তমানে এই সময়তে দেখানো হয়ে থাকে ‘কড়ি খেলা’। তবে সেভাবে টিআরপি নেই ধারাবাহিকের। তাই এটিকে সরিয়ে দেওয়ার বড় একটা সম্ভাবনা রয়েছে। এমনকী, বন্ধও করে দেওয়া হতে পারে ধারাবাহিকটি। সঙ্গে নজরে রয়েছে দেবশ্রী রায়ের ‘সর্বজয়া’-ও। খুব জলদি এই দুই ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হবে। আসলে ৯.৩০টার স্লটে স্টার জলসায় দেখানো হচ্ছে নতুন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। তাই ‘শত্রু চ্যানেলকে’ এক ফোঁটা জমি ছাড়তে রাজি নয় জি বাংলা!
প্রসঙ্গত গত মাসেই জি বাংলায় লঞ্চ হয়েছে দুটি নতুন ধারাবাহিক- ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ও ‘গৌরী এলো’। এর মাঝেই নতুন চমক ‘উড়ন তুবড়ি’। এই সিরিয়ালে তিন বোনের ভূমিকা থাকছে সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমি চট্টোপাধ্যায় এবং তাঁদের মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে। ধারাবাহিক হচ্ছে ‘চপ শিল্প’কে কেন্দ্র করে। অর্থাৎ চপ বিক্রি করেই দিন চলে তুবড়ি ও তার পরিবারের। নতুন বউকে পেয়ে নিজের সংসার ছেড়েছে তুবড়ির বাবা। আর বাবার নতুন বউ খুব একটা সুবিধের নয়, মানে এককথায় ধারাবাহিকের খলনায়িকা।
For all the latest entertainment News Click Here