‘জি আমায় স্বর্ণেন্দুর হাতে তুলে দিয়েছে, আমি নিজে ধরিনি’, রাঙা বউ প্রসঙ্গে শ্রুতি
প্রায় ১ বছরের বিরতির পর পরদায় ফিরছেন শ্রুতি দাস। এর আগে তাঁকে দেখা গিয়েছে ত্রিনয়নী, দেশের মাটি ধারাবাহিকে। মাসকয়েক আগেও এই নায়িকা অভিযোগ তুলেছিলেন একের পর এক অডিশন দিয়েও কোনও পজিটিভ রেসপন্স পাচ্ছেন না। তারপর জানা যায় ফিরছেন তিনি আর নায়িকা হয়েই। সঙ্গে প্রথম মেগা ত্রিনয়নীর নায়ক গৌরব রায়চৌধুরী। আর পরিচালনায় প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার।
তারপর থেকেই যত ঝামেলার সূত্রপাত। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় শ্রুতির হেটার্সের সংখ্যা একটু যেন বেশিই। ফেসবুকে থাকা বিভিন্নি বিনোদনের পেজ আর গ্রুপগুলো দাবি তুলতে থাকে, কাউকে না পেয়ে স্বর্ণেন্দুর পৃষ্ঠপোষকতাতেই ফিরতে হল শ্রুতিকে। এমনকী, এটাও শোনা যায় যে শ্রুতিকে পরদায় ফেরানোর তাগিদেই নাকি মাঝপথে হঠাৎ করে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় ক্রেজি আইডিয়াজ প্রোডাকশন।
ট্রোলে বরাবরই অভ্যস্ত তিনি। তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রুতিকে বলতে শোনা গিয়েছে, ‘হাত ধরা প্রসঙ্গে একটা কথাই বলব। জি এসে আমার হাত ধরেছে। আমাকে তারা ধরে নিয়ে গিয়ে ক্রেজি আইডিয়াজের হাতে ছেড়ে দিয়েছে। এবার দায়িত্ব স্বর্ণেন্দু সমাদ্দারের। প্রথম হাত চ্যানেলই ধরেছে।’
সঙ্গে শ্রুতির বিরুদ্ধে আরেক অভিযোগ উঠছে, বরাবরই গায়ের রং কালো এটা খাতিয়ে জনপ্রিয়তা বা প্রচার পাওয়ার চেষ্টা করেন তিনি। এই ধারাবাহিকেও সেই একই ছাপ। যদি তিনি মনে করেন, ‘আমাদের সমাজে এখনও বউ বলতে রাঙা বোঝায়। কিন্তু সেই ভ্রান্ত ধারণাই ভাঙতে চাইছে রাঙা বউ মেগা। গল্পের বাকিটা তো পরে বোঝা যাবে।
১৯ ডিসেম্বর থেকে দেখা যাবে শ্রুতি দাস আর গৌরব রায় চৌধুরীর রাঙা বউ জি বাংলাতে রাত সাড়ে আটটায়। ফলত সেই সময় চলা লক্ষ্মীকাকিমা সুপারস্টারকে সরিয়ে দেওয়া হয়েছে রাত ১০টায়।
For all the latest entertainment News Click Here