‘জিহাদের বিপক্ষে’ কথা বলে ছবি! ধর্ষণের হুমকি পাচ্ছেন ‘৭২ হুঁরে’-র পরিচালকের মা
‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’-র পর চর্চায় রয়েছে ‘৭২ হুঁরে’। ছবিটির পরিচালনা করছেন সঞ্জয় পুরান সিং চৌহান। ‘৭২ হুঁরে’ ছবির টিজার সামনে আসার পর থেকেই বিতর্ক। সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলারটিও। অনলাইনে ক্রমাগত হুমকি, কটাক্ষর মধ্যে পড়তে হচ্ছ সঞ্জয়কে এই সিনেমার জন্য। শুধু তাই নয়, ধর্ষণর হুমকি দেওয়া হচ্ছে তাঁর মাকেও।
এতদিন অনলাইনে হুমকির ব্যাপারটা শুধুই সঞ্জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। খুনের হুমকিও এসেছিল তাঁর কাছে। তবে এবার আক্রমণের মুখে পরিচালকের বৃদ্ধ মাও। দেওয়া হল ‘৭২ হুঁরে’ ছবির পরিচালক সঞ্জয় পুরান সিং চৌহানের মা-কে ধর্ষণের হুমকি।
প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় প্রাথমিকভাবে প্রশংসা অর্জন করে নেয় এই ছবিখানা। এরপর ২০২১ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিল। কিন্তু অনলাইনে সিনেমার ট্রেলারটি আসতেই বাধে গন্ডগোল। ছবি ঘিরে উত্তেজনা উত্তাল হয়ে ওঠে।
এরই মধ্যে কাশ্মীরের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে ‘৭২ হুঁরে’ ছবিটির ট্রেলারের নিন্দে করে জানানো হয়েছে এটি তাঁদের ভাবাবেগে আঘাত করছে। সঙ্গে এই ছবির গায়েও সেঁটে দেওয়া হয়েছে ‘প্রোপাগন্ডা’ ট্যাগখানা। অর্থাৎ একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই বানানো হয়েছে এই সিনেমা।
ট্রেলারে দেখানো হয়েছে, ধর্মীয়স্থানে এক মৌলবী মগজ ধোলাই করছেন। সন্ত্রাসবাদের পাঠ দিতে গিয়ে লোভ দেখানো হচ্ছে, জিহাদের মাধ্যমে মৃত্যুর পর ৭২ জন কুমারী মেয়ের সঙ্গ পাওয়ার। মৌলবীর কথা শুনে ধর্মান্ধ দুই সন্ত্রাসবাদী মুম্বইতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। কিন্তু তারপর কঠিন সত্য়ের মুখোমুখি সেই দুই সন্ত্রাসবাদীর আত্মা। তবে কি ধর্মের জন্য জীবন উৎসর্গ করে ভুল করলেন? হাজারো প্রশ্ন ভিড় করে সেই আত্মা দুটির সামনে।
৭ জুলাই ‘৭২ হুঁরে’ ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও ট্রেলারটি এখনও মুক্তি পায়নি থিয়েটারে। সিবিএফসি কিছু বদলের নির্দেশ দিয়েছেন নির্মাতাদের। যা এখনও প্রক্রিয়াধীন। সঙ্গে সিবিএফসি-র তরফে জানানো হয়েছে ছবিটিকে তাঁরা A শংসাপত্র দিয়েছেন। অর্থাৎ, সব বয়সীরা দেখতে পারবে না এই ছবি।
ছবির সহ-প্রযোজক অশোক পণ্ডিত সিবিএফসি-র তরফে ট্রেলারে আনতে বলা বদল প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, ‘ছবির ট্রেলারে একটি মৃতদেহের পা দেখানো হয়েছিল, সেন্সার বোর্ড সেটাকে সরিয়ে ফেলতে বলেছে। এছাড়া কোরানের উল্লেখ সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে।’ কিন্তু প্রশ্ন হল, ‘ছবির মধ্যে যে দৃশ্য় রয়েছে, যে সংলাপ রয়েছে যা ইতিমধ্যেই সেন্সরের ছাড়পত্র পেয়েছে তা যদি ট্রেলারে দেখানো হয় তাহলে আপত্তি কোথায়? এই দ্বিচারিতা নিয়েই আমাদের সমস্যা, আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
For all the latest entertainment News Click Here