জিম্বাবোয়ের সফরের আগেই বড় ধাক্কা, চোট পেলেন সুন্দর, আদৌ চোট সারিয়ে উঠতে পারবেন?
ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আবারও চোটের কবলে। যে কারণে তিনি জিম্বাবোয়ে সফরে যেতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে! ২০২২ আইপিএলের সময়ে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময়ে ওয়াশিংটন সুন্দর ডান হাতেই চোট পেয়েছিলেন। যে কারণে তিনি ইতিমধ্যে অনেক ক্রিকেট ম্যাচ মিস করেছেন। এবং এখন জিম্বাবোয়ে সফরের ঠিক আগে তিনি কাঁধে চোট পেয়েছেন। যার ফলে, টিম ইন্ডিয়াতে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব নিশ্চিত করেছে, যে ওয়াশিংটন সুন্দর ১০ অগস্ট ল্যাঙ্কাশায়ার এবং ওরচেস্টারশায়ারের মধ্যে ওয়ানডে কাপের ম্যাচ চলাকালীন কাঁধে চোট পান। এখনও পর্যন্ত সুন্দরের চোট কতটা বেশি বা কতটা গুরুতর, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। তবে ল্যাঙ্কাশায়ারের তরফে জানানো হয়েছে যে, ফিল্ডিং করার সময় খারাপ ভাবে পিছলে পড়ে বাঁ কাঁধে চোট পান সুন্দর। প্রাথমিক চিকিৎসার পরেও তাঁকে মাঠ ছাড়তে হয়।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে তাঁকে পাওয়া যাবে না, নিজেই নাকি জানিয়েছেন কোহলি- রিপোর্ট
ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ১০ অগস্ট টুইটারে লিখেছিল, ‘বাঁ কাঁধের চিকিৎসার পরেও ওয়াশিংটন সুন্দরকে মাঠের বাইরে যেতে হয়েছিল। ফিল্ডিং করার সময় তিনি মাটিতে বাজে ভাবে গড়িয়ে পড়েন।’
২২ বছরের অলরাউন্ডার জিম্বাবোয়ে সফরের দল সুযোগ পেয়েছিলেন। ১৮ অগস্ট থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। সুন্দর গত মাসে ম্যাচ ফিটনেস বাড়াতে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সেখানে এখনও পর্যন্ত ভালো ফর্মেও রয়েছেন।
আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে কেন দলে নেই? ফিটনেস নিয়ে উঠেছে প্রশ্ন, মুখ খুললেন রাহুল নিজে
ওয়াশিংটন সুন্দর কাউন্টি চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ল্যাঙ্কাশায়ারের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি ৫২ রান করেছিলেন এবং ৮ উইকেট নিয়েছিলেন। এর পরে ভারতীয় অলরাউন্ডার ওডিআই কাপেও ভাল করেছেন, প্রথম দুই ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। কিন্তু এখন কাঁধের চোটের কারণে তিনি বাকি ম্যাচগুলি সম্ভবত খেলতে পারবেন না।
ওয়াশিংটন সুন্দর ভারতের হয়ে এখনও পর্যন্ত চারটি টেস্ট এবং ৩৫টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন।
For all the latest Sports News Click Here