জিম্বাবোয়েকে হারিয়ে ইংল্যান্ড নিয়ে অঙ্ক কষা শুরু করে দিলেন রোহিত শর্মা
ভারতীয় দল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। টিম ইন্ডিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারিয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল একটি দুর্দান্ত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের দৃশ্য উপস্থাপন করেছিল। একই সময়ে, ম্যাচের পরে উপস্থাপনার সময়, ক্যাপ্টেন রোহিত ম্যাচে জয় নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই সময়ে, বিস্ফোরক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব চমৎকার ব্যাটিংয়ের দৃশ্য উপস্থাপন করেন। এর সঙ্গে রোহিত কী বলেছেন, জেনে নিন?
আরও পড়ুন… ভিডিয়ো: সামনে ঝাঁপিয়ে সেরা ক্যাচ ধরলেন কোহলি, তারপরেই লাজুক হাসি
এদিনের ম্যাচ জিতে রোহিত শর্মা জানিয়েছিলেন তিনি এটাই তো প্রকৃতপক্ষে, ভারত এবং জিম্বাবোয়ের মধ্যে খেলা ম্যাচে ভারত ৭১ রানে জিতেছিল। এই ম্যাচে জয়ের পর খুব খুশি দেখাচ্ছিল অধিনায়ক রোহিত শর্মাকে। এ সময় তিনি দলের খেলোয়াড়দের এই জয়ের কৃতিত্ব দেন। ম্যাচের পর উপস্থাপনার সময় রোহিত শর্মা বলেন, ‘আজকে আমাদের দলের সব খেলোয়াড়ই ভালো করেছে। আমরা জানতাম আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি কিন্তু মাঠে আসা এবং ভালো পারফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সূর্য যেভাবে ব্যাটিং করছে তা প্রশংসনীয়। ব্যাটিং করার সময় তাঁর আত্মবিশ্বাস দেখার মতো। এটা দলের জন্যও খুবই উপকারী।’
আরও পড়ুন… ভিডিয়ো: বাউন্ডারিতে উড়ে ধরলেন পন্তের ক্যাচ! দেখেছেন কি বার্লের ‘সুপার ফিল্ডিং’
কোথাও কোথাও রোহিত শর্মা তার পুরো কৃতিত্ব দিয়েছেন সূর্যকুমার যাদবকে। তবে সেমিফাইনালে উঠতে বিরাট কোহলির ভূমিকাও রয়েছে। নিজের কথা এগিয়ে নিয়ে রোহিত বললেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা সেখানে সম্প্রতি একটি ম্যাচ খেলেছি কিন্তু ইংল্যান্ড আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ হবে। তাদের বেশ কিছু খেলোয়াড় ভালো ক্রিকেট খেলছে, দুই দল একে অপরের বিরুদ্ধে আগেও খেলছে, দারুণ ম্যাচ হবে।’
রোহিত শর্মা আরও বললেন, ‘আমদের শুধু বুঝতে হবে আমাদের প্রত্যেককে কি করতে হবে? এটি একটি উচ্চ চাপের ম্যাচ হতে যাচ্ছে। আমাদের ভালো খেলতে হবে। আমরা সেখানে ভালো খেললে সামনে ভালো খেলা হবে। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করতে হবে। তারা (অনুরাগীরা) চমৎকার, তারা মাঠে আসছেন এবং আমাদের সমর্থন করছেন। আমরা প্রায় সব জায়গায় গিয়েছিলাম, ভিড় ছিল পরিপূর্ণ। আমরা সেমিফাইনালেও তাদের কাছ থেকে একই রকম সমর্থন আশা করছি। সমর্থকদের স্যালুট, দলের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’
For all the latest Sports News Click Here