জিমে গিয়ে বর রণবীরের ‘তু ঝুথি মে মক্কার’-এর প্রোমোশন, এ কী করতে শুরু করলেন আলিয়া
জিম থেকে ওয়ার্কআউটের একটা ভিডিয়ো শেয়ার করেছেন আলিয়া ভাট। তবে সেখানেও রয়েছে একটা টুইস্ট। আর তা হল বর রণবীর কাপুরের সিনেমা ‘তু ঝুথি মে মক্কার’-এর প্রোমোশন। মানে অন্তত নেটিজেনরা তো সেরকমই বলছে। সিনেমার তেরে পেয়ার মে গানে নাচতে দেখা গেল ট্রেডমিলে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।
শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে আলিয়া একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যাতে তাঁকে দেখা গিয়েছে এক্সারসাইজ বাইকে। রাহার মা পরেছিলেন কালো স্লিভলেস টপ এবং ম্যাচিং টাইটস। সবশেষে অনুরাগীদের উদ্দেশে একটি চুমু ছুঁড়ে দিয়ে তিনি ভিডিয়োটি শেষ করেন।
ক্যাপশনে তিনি লেখেন, ‘ফিলহাল হাম তো সিরফ কার্ডিও কে প্যায়ার মে ভিগে ভিগে ভিগে।’ ‘আলিয়া ভাট আপনি ভিতরে এবং বাইরে অনেক সুন্দর, তোমাকে ভালোবাসি’, একজন ভক্ত মন্তব্য করেছেন। আরেকজন বলেছেন, ‘আলিয়া আরকে-র সিনেমার প্রচার করাই সবকিছু’।
আলিয়ার এই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছে শ্রদ্ধা কাপুরও। লিখেছেন, ‘উফফফফ তুমি কিউটেস্ট’। সঙ্গে জুড়েছেন, ‘এইসব কি মাক্কারি রণবীর? নিজের রিয়েল আইডি দিয়ে আসো।’ বলে রাখা ভালো, সোশ্যাল মিডিয়ায় এখনও নেই রণবীর।
শ্রদ্ধা এবং রণবীরকে এরপর রোম্যান্টিক কমেডি ফিল্ম ‘তু ঝুথি মে মক্কার’-এ দেখা যাবে। লাভ রঞ্জনের পরিচালনায় ছবিটি ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তেরে পেয়ার মে গানটিতে সুর দিয়েছেন প্রীতম। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধি।
প্রসঙ্গত, ‘তু ঝুথি মে মক্কার’-এর ট্রেলার মুক্তির পাওয়ার সময়েও তা নিয়ে পোস্ট করেছিলেন আলিয়া। লিখেছিলেন, ‘সত্যিই আমার সবচেয়ে প্রিয় ট্রেলারগুলির মধ্যে একটি!! তু ঝুথি মে মক্কার মুক্তি পাচ্ছে ৮ই মার্চ।’
গত বছর হলিউডে ডেবিউ করে ফেলেছেন হার্ট অফ স্টোন দিয়ে। যা চলতি বছরেই মুক্তি পাবে। ২৮ জুলাই জুলাই মুক্তি পেতে চলেছে রণবীর সিং আর আলিয়া ভাটের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। পরিচালনায় করণ জোহর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here