জিমের মহিলাকে মারধরের হুমকি! FIR দায়ের ‘স্টাইল’ অভিনেতা সাহিল খানের নামে
মুম্বই পুলিশ বলিউড অভিনেতা সাহিল খান এবং তাঁর বান্ধবীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে। পুলিশের কাছে মিস্টার ইন্ডিয়া খেতাব জয়ী অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৪৩ বছর বয়সী এক মহিলা। সাহিলা বিরুদ্ধে অভিযোগ রয়েছে জিমের এক সদস্যকে হুমকি দেওয়ার। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার নামে একটি মানহানিকর পোস্টও করেন তিনি। যার জেরে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করে ৪৩ বছর বয়সী ওই মহিলা। আইপিসি-র ৫০০, ৫০১, ৫০৪, ৫০৬, ৫০৯ ধারায় দায়ের হয়েছে এফআইআর।
পুলিশ সূত্রে খবর, ওশিওয়ারার বাসিন্দা ওই অভিযোগকারী জানিয়েছেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে জিমে এক মহিলার টাকা নিয়ে ঝগড়া হয়। পরে সেই মহিলা এবং অভিনেতা অভিযোগকারীকে গালিগালাজ করে ও হুমকি দেয়। ক্রমাগত চলতে থাকা এই ঘটনায় অবশেষে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মঙ্গলবার নথিভুক্ত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর)-এ অভিযোগকারী আরও জানান যে তাঁর নামে অভিনেতা ও তাঁর বান্ধবী একটি মানহানিকর পোস্টও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারায় মানহানি, হুমকি এবং একজন মহিলার শালীনতা অবমাননার জন্য ওশিওয়ারা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, সাহিলের নামে অভিযোগ এর আগেও উঠেছে। ২০২১ সালে এক জিম প্রশিক্ষককে হেনস্থা করা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, বলিউড অভিনেত্রী সানা খানের প্রেমিক ইসমাইল খানকে মারধর করার অভিযোগও আছে তাঁর নামে।
কাজের সূত্রে, সাহিল মিস্টার ইন্ডিয়া খেতাব জয়ের পর ‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’, ‘আলাদিন’ এবং ‘রামা: দ্য সেভিয়ার’-সহ একাধিক সিনেমাতেও কাজ করেছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here