‘জিদ্দা বাংলা পরতে পারে না’ কটাক্ষের কয়েক ঘণ্টা পরই রাণার মুখে চেঙ্গিজের প্রশংসা
চেঙ্গিজ সিনেমা দিয়ে রেকর্ড গড়েছেন সুপারস্টার জিত। প্রথম কোনও বাংলা সিনেমা যা হিন্দি ভাষায় মুক্তি পেল প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে। সে অর্থে বাংলা ছবির মুকুটে সোনালি পালক পরিয়েছেন জিৎ বললেও ভুল হবে না। ছবির প্রচারে ছুটেছেন হিল্লি দিল্লি। প্রচারে কোনও খামতি রাখেননি। শুধু তাই নয় সলমন খানের কিসি কা ভাই কিসি কি জানের মতো ছবির সঙ্গে মুক্তি দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়াও তো কোনও ছোট ব্যাপার নয়। তবে জিত বুঝিয়ে দিয়েছেন কোনও ধরনের লবিতেই তিনি নেই। একাই লড়ে নিতে পারেন।
কিসি কা ভাই কিসি কা জানের তুলনায় খুব সামান্য হল পেয়েছেন। কিন্তু তাতেও বেশ ভালোই ব্যবসা করেছে এই ছবি। ইদের উইকেন্ডে বাংলার শো হাউজফুল ছিল। রাজ্যের বাইরে খুব কম হলেও, একেবারে ফ্লপ বলা চলে না।
boxofficebusiness.in-এর একটি রিপোর্ট অনুসারে, জিতের ছবির ৮ দিনের বক্স অফিস কালেকশন ৪.১৯ কোটি। যা বাংলা ছবি হিসেবে মন্দ নয় মোটেই। এটি শুক্রবার সকালেই টুইট করেন মণীশ বোথরা। আর তার কয়েক ঘণ্টা পরেই ফেসবুকে রাণা সরকার লেখেন, ‘#Chengiz সুপারহিট হলো… চেঙ্গিজ সারা দেশে বাংলা সিনেমাকে গৌরবান্বিত করেছে। বক্সঅফিস কালেকশন কত হলো সেগুলো পরোয়া করা উচিত না। জিৎ-এর পরের সিনেমা সুপারহিট করুন> বাংলা সিনেমার জয় হোক।’
তবে ‘মানবজমিন’ প্রযোজক যতই সুখ্যাতি করুন না কেন, কয়েক ঘণ্টা আগেও তাঁর জিৎকে নিয়ে করা সমালোচনা ভুলতে পারেনি জিত-ভক্তরা। যেখানে রাণা একটি পোস্টে লিখেছিলেন, ‘#Chengiz প্রথম সপ্তাহে ১.৫ কোটি বক্সঅফিস কালেকশন করতে পারলো না… আবারো বলছি, আমাকে ভুল প্রমান করতে প্রোডাকশন হাউস অফিসিয়াল স্টেটমেন্ট দিক। বাকি যারা বেশি কালেকশন হয়েছে বলছে বিভিন্ন সূত্রে তার কোনো সত্যতা নেই। আর আমাকে গালাগাল দিয়ে সত্যিটা আটকানো যাবে না।’
অপর পোস্টে জিতের সমালোচনা করে লিখেছিলেন, ‘আরে ভাই… দর্শক যদি সিনেমা হলে না যায় তাহলে এই ‘কানা সরকার’-এর কী দোষ? সুপারষ্টার, দাদা থেকে কাকু হয়ে গেলেন, এখনো বুঝলেন না বাংলার দর্শক কোন সিনেমা দেখবে আর কোনটা দেখবে না? বাংলা সাহিত্য পড়ুন জিদ্দা, অনেক আইডিয়া পাবেন…ওহো, বাংলা পড়তে পারেন কিনা সেটা আবার আমার জানা নেই।’
শুক্রবার রাণার মুখে চেঙ্গিজের প্রশংসা নেটপাড়ার কাছে তাই অনেকটা ‘ভূতের মুখে রাম নাম’-এর মতো হয়ে দাঁড়িয়েছে। একজন কমেন্টে লিখলেন, ‘গুড। তুমিও বাংলার মানুষ হয়ে বাংলাকে সাপোর্ট করো। নয়তো তোমার পরের সিনেমাকেও আর কেউ সাপোর্ট করবে না।’ আরেকজন লিখলেন, ‘কী ভয়ানক দল বদলু।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here