জিতে গেল পুরনো প্রেম! ভিকিকে ছেড়ে রাতারাতি সলমনকেই বিয়ে করলেন ক্যাটরিনা?
আপাতত বলিপাড়ায় জোর চর্চা ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে। দু’জনে যে চুপিচুপি প্রেম করছেন একথা জানা থাকলেও এত জলদি তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে পারেন, সেকথা ভাবতে পারেননি অনেকেই। যদিও সূত্রের মতে, বিয়ের খবর পাকা। আর তা ডিসেম্বরেই! রাজস্থানে বিলাসবহুলভাবে বিয়ে হবে তারকা জুটির। আর তার আগে মুম্বইতে আইনি মতে বিয়ে।
আর এসবের মাঝেই ভাইরাল হল একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বদলে গেল বিয়ের পাত্র। ভিকি নয়, সলমনের সাথে সাত পাকে ঘুরলেন ক্যাট। আর তা নিয়ে চর্চা যেন আর কমারই নাম নিচ্ছে না। ইনস্টাগ্রামে প্রথম শেয়ার হয় তা। দেখা যায় সল্লুর গলায় মালা পরিয়ে দিচ্ছেন ক্যাট। লাল শাড়ি পরে আছেন অভিনেত্রী। আর সলমন পরেছেন নীল রঙের পাঞ্জাবি। যদিও এই ছবি রিল লাইফের। অর্থাৎ, এক ছবির সেটে শ্যুটের ভিডিয়ো কেউ ইচ্ছে করে ছড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমে।
বলিউডে সলমনের হাত ধরেই পা রেখেছিলেন ক্যাটরিনা। তারপর দু’জনে চুটিয়ে প্রেমও করেছেন। এমনকী, পুরো খান পরিবারের কাছে তিনি সলমনের হবু স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে, সে সম্পর্কে একদিন ইতি চানেন ক্যাট। এরপর তিনি মন দেন রণবীর কাপুরকে। পাঁচ বছর চলার পর ভেঙে যায় সেই সম্পর্কও। আপাতত বছর তিনেক ধরে ভিকির সাথে নাম জুড়ছে তাঁর। শেষ একটা বছর দু’জনকে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখাও গিয়েছে।
মাঝে শোনা গিয়েছিল, দিওয়ালিতেই রোকা সেরেছেন ভিকি-ক্যাট, কবীর খানের বাড়িতে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কোনও দু’জনের কেউই। ভিকির এক দুসম্পর্কের বোন আবার বিয়ের খবর উড়িয়ে দিয়ে বলেছেন, আপাতত এরকম কোনও পরিকল্পনা নেই কারও।
For all the latest entertainment News Click Here