জিতের বুমেরাং ছেড়ে বেরিয়ে গেলেন সত্যম ভট্টাচার্য, তাঁর জায়গায় কে?
কিছুদিন আগেই বুমেরাং ছবিটির শুভ মহরত হয়ে গেল। জিৎ প্রোডাকশন হাউজের প্রযোজনায় এই ছবিটি আসতে চলেছে। এখানে প্রথমবার জুটি বাঁধবেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। কথা ছিল এই ছবিতে তাঁর বিপরীতে সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে। কিন্তু সম্প্রতি জানা গেল অভিনেতা এই ছবি থেকে সরে দাঁড়ালেন। ভীষণ অসুস্থ হওয়ার দরুন তিনি আর এই ছবির অংশ থাকতে পারছেন না।
এদিন দুপুরে সত্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান তাঁর কনজাংটিভাইটিস হয়েছে। সেই ইনফেকশন এতটাই বেড়েছে যে তিনি রিস্ক নিতে চান না। তাই অনেক ভেবে চিনতে তিনি এই ছবি থেকে সরে দাঁড়ালেন।
সত্যম তাঁর পোস্টে লেখেন, ‘আপনাদের সকলের অবগতির জন্য জানাই ভাইরাল হেমোরহেগিক কনজাংটিভাইটিস হওয়ার কারণে আমি এবং পরিচালক ও প্রযোজক মিলে ঠিক করেছি যে আমি আর বুমেরাং ছবির অংশ থাকব না।’
তিনি আরও লেখেন, ‘আমি পরিচালক সৌভিক কুন্ডু এবং প্রযোজক গোপাল মদনানি সহ সকল টিমকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওঁরা আমাকে শুটের শেষ দিন পর্যন্ত সাহায্য করতে চেয়েছিল। কিন্তু আমি দ্রুত সুস্থ হচ্ছি না। আর এটা থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই মিলেই ঠিক করেছি যে আমি আর এই ছবিতে থাকব না। আমার জায়গায় সৌরভ দাস আসবে।’
অর্থাৎ মন্টু পাইলট খ্যাত অভিনেতাকে তাঁর জায়গায় দেখা যাবে এবার। তিনি তাঁর এই পোস্টে জিৎ, রুক্মিণী, দেবচন্দ্রিমা, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল দা সকলকে শুভেচ্ছা জানান।
For all the latest entertainment News Click Here