জিতেন্দ্রর ফিল্মি কায়দায় মঞ্চে ব্যাডমিন্টন খেললেন রীতেশ, সঙ্গী হলেন পিভি সিন্ধু
মনে পড়ে ‘হামজোলি’র ছবির সেই দৃশ্য। ‘ডল গয়া দিন, হো গ্যায়ি শাম’ গানের ছন্দে লীনা চন্দ্রভারকরের সঙ্গে জিতেন্দ্রর সেই ব্যাডমিন্টন খেলার কথা? ১৯৮৬-এর মুক্তি পাওয়া সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি ঘটালেন অভিনেতা রীতেশ দেশমুখ। তাঁর সঙ্গী ছিলেন ব্য়াডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।
ঘটনাস্থল HT India’s Most Stylish-২০২৩ অ্যওয়ার্ডের মঞ্চ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। সেখানেই ‘ডল গয়া দিন, হো গ্যায়ি শাম’ গানের ছন্দে নাচের স্টাইল ব্যাডমিন্টন খেললেন রীতেশ। তাঁর কাণ্ড দেখে তখন দর্শকাসনে বসে না হেসে পারলেন না সুস্মিতা সেন ও ফারহান আখতার। হাসির রোল উঠল অন্যান্য দর্শকদের মধ্যেও।
আরও পড়ুন-এত বছরেও কমেনি ‘স্পার্ক’! HT India’s Most Stylish-এ এসে অক্ষয়-রবিনা দিলেন কঠিন প্রশ্নের জবাব
এদিনের অনুষ্ঠানে রীতেশ ও জেনেলিয়াকে দেখা যায় স্টাইলিশ লুকে। রীতেশ পরেছিলেন কালো ট্রাউজার, সাদা শার্ট ও কালো স্টাইলিশ জ্যাকেট। অন্যদিকে জেনেলিয়া পরেছিলেন সাদা ট্রাউজার, রঙিন শার্ট ও সাদা ব্লেজার। এদিনের রেড কার্পেটে নজর কেড়েছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুও। কালো ও নীল স্ট্র্যাপলেস পোশাকে দেখা যায় তাঁকে।
আর পড়ুন-ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে সোনম, হিন্দিতে ‘নমস্তে’ দিয়েই শুরু করলেন বক্তব্য
রবিবার HT India’s Most Stylish-২০২৩ অ্যওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ফারহান আখতার, রিচা চাড্ডা, আলি ফজল, অদিতি রাও হায়দারি, সাইয়ামি খের, অনিল কাপুর, মন্দিরা বেদী, জাহ্নবী কাপুর, এবং অনন্যা পাণ্ডে মতো তারকারা প্রেমিক রোহমান শল ও মেয়ে আলিশাকে নিয়ে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। এদিনের অনুষ্ঠানে নজর কাড়ে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন, যাঁরা কিনা আবার একসময়ের বহু চর্চিত প্রেমিক-প্রেমিকা। অনুষ্ঠানে পাশাপাশা বসে কথা বলতেই দেখা যায় অক্ষয়-রবিনাকে। মঞ্চে উঠে সৌজন্য বিনিময় করতে একে অপরকে জড়িয়ে ধরেন। আবার একসঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডেও অংশ নেন রবিনা-অক্ষয়।
For all the latest entertainment News Click Here