জিতেই চলেছে হায়দরাবাদ, ধাক্কা খেল ওড়িশা, জিতল কেরালা, জয়ের দেখা নেই নর্থইস্টের
শনিবার আইএসএলের ২টি ম্যাচ ছিল। সেই ২টি ম্যাচই আইএসএলের পয়েন্ট টেবলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি-ওড়িশা এফসি। এবং অন্য ম্যাচটি ছিল কেরালা ব্লাস্টার্স-নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে। হায়দরাবাদ ১-০ হারিয়েছে ওড়িশাকে। এ দিকে কেরালার কাছে ৩ গোল হজম করে বিশ্রি ভাবে হারে নর্থইস্ট।
ওড়িশাকে হারাল হায়দরাবাদ
২০২২-২৩ আইএসএলে এখনও পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে হায়দরাবাদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৫ ম্যাচ খেলে টানা চারটিতেই জিতেছে। একেবারে চ্যাম্পিয়নদের মতোই খেলছে নিজামের শহরের দলটি। নিজেদের প্রথম ম্যাচটি তারা ড্র করেছিল। শনিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচটিও তারা জিতে নিল। তবে হায়দরাবাদ যে এ দিন খুব দুরন্ত খেলেছে, তা নয়। তবে হায়দরাবাদের ডিফেন্স গোলের মুখ খুলতে দেয়নি ওড়িশাকে। ওড়িশা অবশ্য যেটুকু সুযোগ তৈরি করেছিল কাজে লাগাতে পারেনি। গোল না করতে পারার খেসারতই দিয়েছে ওড়িশা।
আরও পড়ুন: I-League চ্যাম্পিয়ন হলেই খেলা যাবে ISL, বদলে গেল ভারতীয় ফুটবলের নিয়ম
ম্যাচের একেবারে শুরুতে ৮ মিনিটের মাথায় মহম্মদ ইয়াসিরের গোলে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ। শুরুতেই আচমকা গোল খাওয়ার ধাক্কা সামলাতে কিছুটা সময় লেগেছে ওড়িশার। কিন্তু নিজেদের সামলে নিয়েও তারা আসল কাজটাই করতে পারেনি। গোটা ম্যাচে এই একটি গোলই হয়েছে। পরে হায়দরাবাদও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ম্যাচ জিতে আইএসএলের লিগ টেবলের প্রথম স্থান আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রসঙ্গত, এই ম্যাচে কোনও দলের কোনও প্লেয়ার কোনও কার্ড দেখেননি।
এ দিনের ম্যাচ জয়ের পর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল হায়দরাবাদ। ওড়িশা এ দিন জিতলে বা ম্যাচ ড্র করলে ১০ পয়েন্ট নিয়ে গোয়াকে টপকে দুইয়ে উঠে আসতে পারত। কিন্তু তারা ম্যাচ হেরে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে থাকল। গোয়ার পয়েন্ট আবার ৪ ম্যাচে ৯।
আরও পড়ুন: I-League এও ফিরল হোম-অ্যাওয়ে ফর্ম্যাট, প্রথম ম্যাচেই গোকুলমের মুখোমুখি মহমেডান
কেরালা হারাল নর্থইস্টকে
এ বার আইএসএলে জয়ের দেখা নেই নর্থইস্টের। একের পর এক ম্যাচ তারা হেরে চলেছে। পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরে বসে থাকল নর্থইস্ট। এখনও আইএসএলের এমকমাত্র দল হিসেবে একটি ম্যাচেও জয় পায়নি তারা। কেরালা আবার পরপর তিন ম্যাচে বিশ্রি হারের পর অবশেষে জয়ে ফিরল। তারা নর্থইস্টকে ৩-০ উড়িয়ে দিল।
এ দিন প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু ম্যাচের রং বদলায় দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে কেরালার দিমিত্রিওস দায়মান্তাকস প্রথমে গোলের মুখ খোলেন। এর পর ম্যাচের শেষের দিকে সাহাল সামাদ জোড়া গোল করেন। ৮৫ মিনিটে সামাদের গোলের হাত ধরে ২-০ করে কেরালা। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমের একেবারে শেষের দিকে নর্থইস্টের কফিনে শেষ পেরেক পোঁতেন সাহাল সামাদই।
এ দিনের জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল কেরালা। এ দিকে নর্থইস্ট ৫ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে লিগটেবলের লাস্টবয় তারা।
For all the latest Sports News Click Here