জিতুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার মাঝে নবনীতার কথায় কীসের ইঙ্গিত! ধন্ধে নেটপাড়া
গত সপ্তাহেই বিয়ে ভাঙার খবর দেন জিতু কমল আর নবনীতা দাস। টলিউডের ‘হ্যাপি গো লাকি দম্পতি’র বিচ্ছেদের কথা শুনে মন খারাপ হয়ে যায় তাঁদের অনুরাগীদের। তবে দুজনেই জানান, বিয়ে ভাঙলেও একে-অপরের পাশে থাকবেন সারা জীবন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় জিতু আর নবনীতার পোস্ট, বিশেষ করে সেই পোস্টের ক্যাপশন কপালে ভাঁজ ফেলছে নেট-নাগরিকদের।
শনিবার যেমন জিতু নবনীতাকে পাশে নিয়ে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে দুজনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। ক্য়াপশানে লিখেছেন, ‘নাম-ময়োহো-রেঙ্গে-কিও।’ এটি হল জাপানি ভাষায় লেখা একটি বৌদ্ধ মন্ত্র। জীবনের কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে এই মন্ত্র জপে গৌতম বুদ্ধের অনুগামীরা। বিশ্বাস করা হয়, মানুষজন তাঁদের জীবনকে সক্রিয় রাখতে ও যন্ত্রণা মুক্ত করতে সাহায্য করে।
এদিকে নবনীতা রবিবার একটি সেলফি দেন সামাজিক মাধ্যমে। পিছনে পুরীর সমুদ্র। হাওয়ায় এলোমেলো চুল। ক্যাপশনে লিখলেন, ‘কিছু জিনিস আবছা থাকাই শ্রেয়… তাতেই জীবন আরো পরিষ্কার হয়…’
আলাদা হওয়া নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন নবনীতা। ‘বিয়ের ফুল’ নায়িকাকে বলতে শোনা গিয়েছে, মাস তিনেক ধরেই আলাদা থাকছেন তিনি আর জিতু। মাসখানেক ধরে তাঁরা বুঝতে পারছিলেন কিছু সমস্যা হচ্ছে। একে-অপরের সঙ্গে ভালো নেই। সেই কারণেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত। মে মাসে লন্ডন ট্রিপে তিনি আর জিতু একসঙ্গে শুধু যান। তাও শুধু ট্রিপ অনেক আগে থেকে প্ল্যান করা ছিল বলেই। তবে সেখানে গিয়েও যে যার মতো থেকেছেন। এমনকী, বিবাহার্ষীকির দিনও কথা বলেননি, দেখাও করেননি।
নবনীতাই জানিয়েছেন, আর মাসখানেক আলাদা থাকলেই তাঁদের ডিভোর্সের ডেট ফাইনাল হয়ে যাবে। তবে যেহেতু দুজনই ইন্ডাস্ট্রিতে থাকবেন, তাই সহকর্মী হিসেবে সু-সম্পর্ক বজায় রাখতে চান তাঁরা। সম্পর্ক ভাঙলেও তিক্ততা রাখতে চান না।
বিচ্ছেদের কথা ঘোষণা করে নবনীতাই প্রথম বোমা ফাটিয়েছিলেন, ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না… টাওয়াল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবে না.… কিছুই আর একসাথে হবে না…তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থেকো জিতু কমল’।
ঠিক তার পরেই আসে জিতুর পোস্ট। নবনীতাকে নিয়ে করা একটি পুরনো পোস্ট শেয়ার করে জিতু লেখেন, ‘তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাব। আগামীতে তাই করব, বাচ্চা বউ।’
এখনও জিতুর কথায় আসছে, সম্পর্ক ঠিক করে নেওয়ার ইঙ্গিত। এদিকে ভাঙতে বদ্ধ পরিকর নবনীতা। সম্পর্কের ভবিষ্যত নিয়ে ধন্ধে নেটিজেনরা!
For all the latest entertainment News Click Here