জিততেই হবে,জ্বলে উঠলেন ফ্যাফ-কোহলি,ঘরের বাইরে সর্বোচ্চ রান তাড়া করার নজির RCB-র
অবশেষে চার বছর পর আইপিএলে সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। এর আগে বার বার পঞ্চাশের কোঠায় আটকে যাচ্ছিলেন। কিছুতেই তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারছিলেন না। অবশেষে আইপিএলেও শতরানের খরা কাটল বিরাটের। তাঁর শতরানের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিল আরসিবি। হায়দরাবাদের তোলা ১৮৬-৫ রানের জবাবে আরসিবি জিতল আট উইকেটে।
আর বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়ে আরসিবি গড়ে ফেলল নয়া নজির। আইপিএলের ইতিহাসে ঘরের বাইরে তাদের সর্বোচ্চ সফল রান তাড়া করে জেতার রেকর্ড গড়লেন কোহলিরা। আর এই জয়ের হাত ধরে ২০২৩ আইপিএল পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি এদিন ১৯.২ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ফেলে।
আরও পড়ুন: খুব বেশি অভিনব শট খেলি না.. টেকনিক ঠিক রাখতে হবে- IPL-এর মাঝেই WTC ফাইনালের ভাবনায় ডুবে কোহলি
আইপিএলের প্লে-অফে উঠতে গেলে আরসিবিকে শেষ দু’টি ম্যাচের দু’টিতেই জিততে হত। এই অবস্থায় প্রথম ধাপটা ভালো ভাবেই পার করে গেল। জয়ের নায়ক সেই কোহলি। শতরান করে আরসিবি-কে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন তিনি। দোসর ফ্যাফ ডু’প্লেসি। দুই ওপেনারে ভরসা করেই হায়দরাবাদ ম্যাচ জিতে নিল ব্যাঙ্গালোর।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি হায়দরাবাদের। এই ম্যাচে আবার অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেছিলেন অনমোলপ্রীত সিং-এর পরিবর্তে রাহুল ত্রিপাঠি। তবে সফল হয়নি ওপেনিং জুটি। অভিষেক (১১) এবং রাহুল (১৫) দু’জনেই তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান। একই ওভারে পর পর দুই ওপেনারকে তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। পঞ্চম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ।
সেখান থেকেদলের হাল ধরে অধিনায়ক হেরনিখ ক্লাসেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ক্লাসেন। প্রোটিয়া ব্যাটার রেয়াত করলেন না কোনও বোলারকেই। ১৯তম ওভারে নিজের শতরান পূরণ করেন ক্লাসেন। হার্ষালের বলে ছক্কা হাঁকিয়ে ৪৯ বলে শতরান করেন ক্লাসেন। তাঁর। এ বার হায়দরাবাদের দ্বিতীয় শতরান এটি। এর আগে হ্যারি ব্রুক কলকাতার বিরুদ্ধে শতরান করেছিলেন। তবে হায়দরাবাদের হয়ে দ্রুততম শতরান হল তাঁরই।
আরও পড়ুন: IPL-এর এক ম্যাচে অনন্তপক্ষে দু’টি সেঞ্চুরি, আগেও SRH vs RCB ম্যাচে নজির দেখেছে হায়দরাবাদ
ক্লাসেন বাদে হায়দরাবাদের আর কোনও ব্যাটার বলার মতো অবদান রাখতে পারেবননি। অধিনায়ক এডে মার্করাম করেন ১৮ রান। হ্যারি ব্রুক ১৯ বলে ২৭ করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ করে হায়দরাবাদ। আরসিবি-র মাইকেল ব্রেসওয়েল ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল।
আরসিবি রান তাড়া করতে নামলে ওপেনিং জুটিই জয়ের ভিত গড়ে দেয়। ক্লাসেনের সেঞ্চুরিকে ব্যর্থ করে কোহলি এবং ফ্যাফ ডু’প্লেসি প্রথম উইকেটে যোগ করেন ১৭২ রান। ফ্যাফ ৪৭ বলে ৭১ করে আউট হন। তবে এ দিন কোহলি নিজের শতরান পূরণ করেন। ১২টি চার এবং ৪চি ছয়ের হাত ধরে ৬৩ বলে ১০০ করে সাজঘরে ফেরেন তিনি। ৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় ব্যাঙ্গালোর। এসআরএইচের ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজন ১টি করে উইকেট নিয়েছেন।
For all the latest Sports News Click Here