‘জাহ্নবী নিরাপত্তাহীনতায় ভোগে’, সৎ বোনের নামে এমন কেন বললেন অর্জুন কাপুর?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন কাপুরকে বলতে শোনা যায়, তাঁর বোন জাহ্নবী নিজের ক্ষমতা সম্পর্কে কম আত্মবিশ্বাসী ও মাঝে মাঝে নিরাপত্তাহীনতায় ভোগেন। সঙ্গে আরও বলেন জাহ্নবী এমনিতে খুব নির্ভীক। ঝুঁকি নিতে প্রস্তুত। আর সবচেয়ে বড় কথা প্রযোক বনি কাপুরের মেয়ে হওয়া নিয়ে গর্ব করে না। আর এটাই তাঁর বোনকে মাটির মানুষ করে রাখে। অর্জুন তাঁর বান্ধবী মালাইকা সম্পর্কেও কথা বলেন এই সাক্ষাৎকারে। তাঁকে বলতে শোনা যায়, ‘সুখের’ একমাত্র কারণ মাল্লা। ‘সুখী হয়ে ঘুমাতে যেতে পারেন এবং খুশি হয়ে জেগে উঠতে পারেন’ শুধু মালাইকার জন্যই।
অর্জুন ও জাহ্নবী দুজনেই বনি কাপুরের সন্তান। অর্জুন হলেন বনির প্রথম স্ত্রী মোনা শৌরির ছেলে এবং জাহ্নবী হলেন বনির দ্বিতীয় স্ত্রী, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। বড় হওয়ার সময় এই দুই অভিনেতার মধ্যে ভালো সমীকরণ ছিল না কিন্তু গত কয়েক বছরে ঘনিষ্ঠতা বেড়েছে। বিশেষ করে শ্রীদেবীর হঠাৎ মৃত্যুর পর।
রাধিকা মদনের সঙ্গে সিনেমা ‘কুত্তে’-র প্রচার করার সময়, অর্জুন সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাক্ষাৎকারে সৎ বোন জাহ্নবীকে নিয়ে কথা বলেন। অর্জুনের মতে, ‘ও [জাহ্নবী] ক্ষুধার্ত। নিরাপত্তাহীন। চিন্তিত এবং ওর নিজের ক্ষমতার উপরই আস্থা নেই। সবসময় চাইছে, আমি কি করতে পারি, আমি কি করতে পারি? ও কার মেয়ে সে সম্পর্কে ভাবে না একেবারেই এবং এটা খুব গুরুত্বপূর্ণ। ওর ছবি বাছাইগুলি আকর্ষণীয়। আমি মনে করি ও এমন একটা সময়ে এসেছে যখন ওকে নির্ভীক হতেই হবে। আর জাহ্নবীও সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। একজন শিল্পীর এর চেয়ে সুন্দর গুণ আর হতেই পারে না। আজ ও মিলি করেছে, গুঞ্জন সাক্সেনা করেছে, যা খুব কঠিন একটা সিনেমা ছিল।’
জাহ্নবী প্রসঙ্গে আরও বলেন, ‘সব ধরনের সুযোগের সঠিক ব্যবহার করছে আর নিজেকে উন্নত করছে। আমি নিশ্চিত ওর ভবিষ্যত উজ্জ্বল। আমরা দুজনে অনেক কথা বলি। আমরা দুজনে অনেক কথা বলি। আমরা পুরানো হিন্দি ফিল্ম থেকে শুরু করে ও কোন ধরনের সিনেমা করতে চায় সে সম্পর্কে কথা বলি। কাজের বিষয়ে কথা বলা নিয়ে আমাদের সমীকরণ খুব মজবুত।’
মালাইকার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অর্জুন বলেন, ‘আমরা দুজনেই একে অপরের জীবনে খুব সুন্দরভাবে ফিট করি। ও হল আমার খুশি হয়ে ঘুমোতে যাওয়ার কারণ। এবং খুশী হয়ে ঘুম থেকে ওঠারও।’
অর্জুনের সর্বশেষ ছবি কুত্তে ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে৷ ছবিতে আরও অভিনয় করেছেন টাবু এবং রাধিকা মদন৷ জাহ্নবীকে পরবর্তীতে বরুণ ধাওয়ানের সঙ্গে বাওয়ালে দেখা যাবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here